নিউজিল্যান্ডের ৩৭১ রানের লক্ষ্য ছুঁতে পারলো না শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯
নিউজিল্যান্ডের ৩৭১ রানের লক্ষ্য ছুঁতে পারলো না শ্রীলঙ্কা

ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩৭১ রানের বিশাল লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্যে নেমে শ্রীলঙ্কা ৩২৬ রান তুলে সবকটি উইকেট হারায়। ফলে নিউজিল্যান্ড ৪৫ রানে জয় লাভ করে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে  নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল অনবদ্য ব্যাটিংয়ে ১৩৮ রানের নান্দনিক ইনিংস খেলেন। তিনি ১১টি চার ও ৫টি ছক্কায় ১৩৯ বলে ১৩৮ রান তোলেন। রস টেলর তোলেন ৩৭ বলে ৫৪ এবং নিশাম মাত্র ১৩ বলে দুর্দান্ত ৪৭ রান তুলে নেন। ফলে নিউজিল্যান্ড ৩৭১ রানে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়।

৩৭১ রানের জবাবে ব্যাটিং নেমে শ্রীলঙ্কান দুই অপেনার নিরোশান ডিকওয়েলা ও দানুসকা গুনারাত্নে দুর্দান্ত শুরু করেন। নিরোশান ডিকওয়েলা ৫০ বলে ৭৬ ও দানুসকা গুনারাত্নে ৬২ বলে ৪৩ রান তুলে নেন। পের কুশাল পেরেরা ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শতক তুলে নেন। কুশাল ৮৬ বলে ১০২ রান তুলেন। 

কুশাল আউট হওয়ার পর শ্রীলঙ্কান মিডল ও ল‘অর্ডার ব্যাটসম্যানরা ‘তাসের ঘরের’ মতো হয়ে সাজঘরে ফিরেন। 

ব্যাটিংয়ে এক ওভারে পাঁচ ছক্কা মারা জেমস নিশাম বোলিংয়েও দুর্দান্ত করেন। নিশাম ৮ অভাবে ৩৮ রান দিয়ে তুলেন নেন ৩ উইকেট। বোল্ড, ফারগুসন ও টিম সাউদি দুইটি করে উইকেট তুলে নেন। এছাড়া ম্যাট হেনরি একটি উইকেট পান।

নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল অনবদ্য ব্যাটিংয়ে জন্য ম্যাচ সেরা হন।

নিউজিল্যা্ন্ড-শ্রীলঙ্কার আগামী ৫ জানুয়ারি দ্বিতীয় ও ৮ জানুয়ারী ‍তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ জানুয়ারি একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে পাঁচ ছক্কা নিশামের

শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে পাঁচ ছক্কা নিশামের

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

মাঠে ফিরলেন ‘এমপি' মাশরাফি

ভারতের বাইরে হতে পারে আইপিএলের আসর

ভারতের বাইরে হতে পারে আইপিএলের আসর

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা