ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ পিএম, ০৩ আগস্ট ২০১৯
ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা

ছবি : গেটি ইমেজ

দেড় বছর আগে কেপটাউন বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ এবং ক্যামেরন বেনক্রফট। এজবাস্টনে দুয়োধ্বনি আর শিরিষ কাগজ দেখিয়ে তাদেরকে ‘স্বাগত’ জানিয়েছে ইংলিশ দর্শকরা।

অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন স্টিভেন স্মিথ। অ্যাশেজে ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড়ের রেকর্ডও তার। তবে জ্বলে উঠতে পারেননি ডেভিড ওয়ার্নার।

দুই ইনিংসে এ ওপেনারের সংগ্রহ যথাক্রমে ২ এবং ৮। কেপটাউন কেলেঙ্কারির মূল হোতা হওয়ার কারণে ওয়ার্নারের ওপর দর্শকদের রাগটা বেশি। ১ আগস্ট প্রথমদিন যখন ব্যাট হাতে তিনি মাঠে নামেন তখন দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল। এরপর ফিল্ডিং করার সময়ও তার ব্যতিক্রম হয়নি।
sportsmail24
ব্যাট হাতে প্রথম ইনিংসে ২ এবং দ্বিতীয় ইনিংসে ৮ রান করেছেন ওয়ার্নার

সীমানার কাছে একবার ফিল্ডিং করার সময় দর্শকরা তার কাছে জানতে চায়, ওয়ার্নার বল টেম্পারিং করার জন্য পকেটে শিরিষ কাগজ রেখে দিয়েছেন কি না! এমন স্লেজিংকে হেসে উড়িয়ে দেওয়া ছাড়া ওয়ার্নারের আর কিছু করার ছিল না। তবে তিনি আরেকটু রসিকতাই না করলেন।

প্যান্টের দুই পকেট থেকে পকেটের কাপড় টেনে বের করে দর্শকদের দেখিয়ে দেন। বুঝিয়ে দেন যে তার পকেটে কোনো শিরিষ কাগজ লুকানো নেই। ওয়ার্নারের এমন কাণ্ডে হেসে ভেঙে পড়েন ইংলিশ দর্শকরা। বিষয়টি টিভি ক্যামেরাও এড়াতে পারেনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

আবারও খেলব কি-না জানতাম না : স্মিথ

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

অ্যাশেজে ব্রডের অন্যরকম সেঞ্চুরি

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

টেস্টে ফেরাটা রাজকীয় করলেন স্মিথ

অ্যাশেজ ইতিহাসে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটসম্যান

অ্যাশেজ ইতিহাসে সর্বোচ্চ রান করা পাঁচ ব্যাটসম্যান