অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০১৯
অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ইংল্যান্ডকেই ফেবারিট ধরে রেখেছিলেন অনেকে। যৌক্তিক কারণও ছিল অবশ্য। মাত্র কদিন আগেই তো এই দলটিই জিতে নিল বিশ্বকাপ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটাই যে তাদের প্রথম ম্যাচ। তাই ম্যাচে যে ইংল্যান্ড দাপট দেখাবে তা তো বলাই বাহুল্য ছিল। তবে অ্যাশেজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারের স্বাদ দিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জয়ের পেছনে বড় অবদান রয়েছে স্টিভেন স্মিথের দুই ইনিংসের সেঞ্চুরির। এর সুবাদেই ইংল্যান্ডেকেবড় লক্ষ্য বেঁধে দিয়েছিল অস্ট্রেলিয়া। আজ ম্যাচের শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ছিল এজবাস্টন। শেষ দিনে খেলা দেখিয়েছেন নাথান লায়ন আর প্যাট কামিন্স। শেষ দিনে এ দুই বোলারের ওপর ভর করে প্রথম টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অসিরা।

এই ম্যাচে টসে জিয়ে প্রথমে ব্যাটিংয়ে আসে অস্ট্রেলিয়া। শুরুতেই ইংল্যান্ড দাপট দেখালেও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ধকল কাটিয়ে প্রথম ইনিংসে ২৮৪ রান করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড প্রথম ইনিংস শেষ করে ৩৭৪ রানে। দ্বিতীয় ইনিংসে ফের সেঞ্চুরি পান স্মিথ।

স্মিথের সঙ্গে সেঞ্চুরি তুলে নেন ম্যাথু ওয়েডও। ফলে জোড়া সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৪৮৭ রানে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্য পায় ইংলিশরা। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬ রানেই অলআউট হয় স্বাগতিকরা। ফলে প্রথম ম্যাচে ২৫১ রানের বড় ব্যবধানে জয় পায় টিম পেইনের অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং যে কতটা শোচনীয় ছিল তা স্কোরকার্ড দেখলেই বোঝা যায়। এ ইনিংসে সর্বোচ্চ রান করেছেন ক্রিস ওকস, ৩৭। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ররি বার্নসের ব্যাট থেকে এসেছে মাত্র ১১ রান।

ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়ে বড় ভূমিকা রেখেছেন নাথান লায়ন। ক্যারিয়ারের ১৫তম পাঁচ উইকেট নিলেন অসি এ স্পিনার। বাকি চারটি উইকেট নেন পেসার প্যাট কামিন্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা

ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা

৯০ রানের লিডে থামলো ইংল্যান্ড

৯০ রানের লিডে থামলো ইংল্যান্ড

বিপদ বাড়ল ইংল্যান্ডের

বিপদ বাড়ল ইংল্যান্ডের

আমিরের পর টেস্টকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ

আমিরের পর টেস্টকে বিদায় বললেন ওয়াহাব রিয়াজ