৭ জনকে ছাটাই করে চূড়ান্ত দল দিল শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ আগস্ট ২০১৯
৭ জনকে ছাটাই করে চূড়ান্ত দল দিল শ্রীলঙ্কা

ছবি : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর আগে বুধবার দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য প্রাথমিক ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল লঙ্কানরা।

চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন দীনেশ চান্দিমাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাজে পারফর্ম্যান্সের কারণে ছয় মাসেরও বেশি সময় সাদা পোশাকের ক্রিকেটে জায়গা পাননি এ সাবেক অধিনায়ক।

চান্দিমাল ছাড়াও লঙ্কানদের টেস্ট স্কোয়াডে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি। এছাড়া জায়গা পেয়েছেন আকিলা ধনাঞ্জয়া এবং নিরোশান ডিকভেলা।

গত ৭ আগস্ট (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য প্রাথমিক ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে জায়গা হারিয়েছেন- কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, দানুষ্কা গুনাথিলাকা, শেহান জয়াসুরিয়া, চামিকা করুনারত্নে, দিলরুয়ান পেরেরা এবং অ্যাঞ্জেলো পেরেরা।

১৪ আগস্ট (বুধবার) প্রথম টেস্ট ম্যাচে এ ১৫ সদস্য থেকে একাদশ দেবে শ্রীলঙ্কা। সিরিজের টেস্ট দু’টি অনুষ্ঠিত হবে গল এবং কলম্বোতে। আর ১৪ আগস্টের ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে পা রাখবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

প্রথম টেস্টে শ্রীলঙ্কার চূড়ান্ত দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, লাসিথ অ্যাম্বুলডেনিয়া, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ওশাদা ফার্নান্দো, লক্ষণ সান্দাকান ও বিশ্ব ফার্নান্দো।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরুর বিদায়, শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়ারত্নে

হাথুরুর বিদায়, শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ জয়ারত্নে

বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা হাই পারফরমেন্স দল

বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা হাই পারফরমেন্স দল

বাংলাদেশের বিপক্ষে জয় উল্লাসে আহত মেন্ডিস

বাংলাদেশের বিপক্ষে জয় উল্লাসে আহত মেন্ডিস

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ

‘লঙ্কাওয়াশ’ হলো বাংলাদেশ