চালকের আসনে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৫ আগস্ট ২০১৯
চালকের আসনে ভারত

কোহলি-রাহানের জোড়া অর্ধশতরানে অ্যান্টিগুয়া টেস্টে বড় রানের পথে ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৫, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৬ এগিয়ে।

৮ উইকেট হারিয়ে ১৮৯ রানে তৃতীয় দিন শুরু করেছিল ক্যারিবিয়ানরা। শেষ দিকে লড়লেন জেসন হোল্ডার। তাঁর ৬৫ বলে ৩৯ রানের ইনিংস ক্যারিবিয়ানদের ২০০ রানে গণ্ডি পার করিয়ে দেয়। ভারতের থেকে ৭৫ রান পিছিয়ে ২২২-এ থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মায়াঙ্ক আগারওয়াল। রাহুলও আউট হন ৩৮ রান করে। রাহুলের পর পূজারাও ২৫ রান করে দ্রুত সাজঘরে ফেরেন। ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল ভারত।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট ও রাহানে। দু'জনের ১০৪ রানের অপরাজিত পার্টনারশিপে ভারত দিন শেষে ১৮৫তে পৌঁছায়।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন অজিঙ্ক রাহানে। ১৪০ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন তিনি। এদিকে প্রথম ইনিংসে রান না এলেও দ্বিতীয় ইনিংসে ১১১ বলে অর্ধশতরান করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রাহানে-কোহলি জুটি চতুর্থ দিনেও ক্যারিবিয়ানদের ওপর ছড়ি ঘোরাতে পারলে ভারতের টেস্ট জয় অনেকটাই সহজ হয়ে যাবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

রাহানের লড়াইয়ে ভারতের সংগ্রহ ২৯৭

রাহানের লড়াইয়ে ভারতের সংগ্রহ ২৯৭

বকেয়া মিটিয়ে বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স

বকেয়া মিটিয়ে বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স

হয় রেকর্ড নয় হার

হয় রেকর্ড নয় হার

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’

শিরোপার দাবিদার ‘বিগ থ্রি’