৫১৩ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৮
৫১৩ রানে থামলো বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই নিয়ে সপ্তমবারের মত পাঁচ বা ততোধিক দলীয় সংগ্রহ পেল টাইগাররা। আর নিজেদের টেস্ট ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩৭৪ রান করেছিল বাংলাদেশ। প্রথম দিন শেষে মোমিনুল ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে বাকি ৬ উইকেটে ১৩৯ রান যোগ করে বাংলাদেশ। মোমিনুল হক ১৭৬, মুশফিকুর রহিম ৯২, তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, সানজামুল ইসলাম ২৪, মেহেদি হাসান মিরাজ ২০, মোসাদ্দেক হোসেন ৮, মোস্তাফিজুর রহমান ৮, তাইজুল ইসলাম ১ ও লিটন কুমার দাস শূন্য রান করেন। তবে ৮৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

শ্রীলঙ্কার পক্ষে সুরাঙ্গা লাকমল-রঙ্গনা হেরাথ ৩টি করে, লক্ষণ সান্দাকান ২টি এবং দিলরুয়ান পেরেরা ১টি উইকেট নেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

২ হাজার রানের ক্লাবে মাহমুদউল্লাহ

২ হাজার রানের ক্লাবে মাহমুদউল্লাহ

মমিনুলে মুগ্ধ তামিম

মমিনুলে মুগ্ধ তামিম

তামিমের রেকর্ড ভাঙলেন মমিনুল

তামিমের রেকর্ড ভাঙলেন মমিনুল

৫শ’র নিচে আটকে রাখতে চায় শ্রীলঙ্কা

৫শ’র নিচে আটকে রাখতে চায় শ্রীলঙ্কা