লিঁওর ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২০
লিঁওর ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়ার ডান-হাতি অফ-স্পিনার নাথান লিঁওর ঘূর্ণিতে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২৫১ রানেই অলআউট হয়ে ফলো-অনে পড়ে সফরকারী নিউজিল্যান্ড। তবে নিউজিল্যান্ডকে ফলো-অন না করিয়ে আবারও ব্যাট করছে অসিরা।

প্রথম ইনিংস থেকে পাওয়া ২০৩ রানের লিডকে সাথে নিয়ে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪০ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে ১০ উইকেট হাতে নিয়ে ২৪৩ রানে এগিয়ে অসিরা। অস্ট্রেলিয়ার লিঁও প্রথম ইনিংসে ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট হাতে নামে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ৬৩ রান তুলে দিন শেষ করে কিউইরা। দুই ওপেনার টম লাথাম ২৬ ও টম ব্লানডেল ৩৪ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের পঞ্চম ওভারের পঞ্চম বলে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন লিঁও। তবে রোববার ব্লান্ডেলকে রানের খাতা খুলতেই দেননি লিঁও। দলীয় ৬৮ রানে ব্লানডেলের উইকেট উপড়ে ফেলেন লিঁও।

দিনের শুরুতেই ব্লান্ডেলকে হারিয়ে জিত রাভালকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন লাথাম। এ জুটিতেও ভাঙন ধরান লিঁও। ৩১ রান করে থামেন রাভাল। পরের ওভারে এ ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক লাথামকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন পেসার প্যাট কামিন্স। হাফ-সেঞ্চুরি দোঁড় গোড়ায় দাঁড়িয়ে ৪৯ রানে থামেন লাথাম।

দলীয় ১১৭ রানে তৃতীয় উইকেট পতনের পর নিউজিল্যান্ডের মিডল-অর্ডারের ব্যাটসম্যানদের উইকেটে থিতু গাটতে দেননি অস্ট্রেলিয়া দুই পেসার কামিন্স ও মিচেল স্টার্ক। রস টেইলরকে ২২ রানে কামিন্স ও উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ৯ রানে থামান স্টার্ক। ভালো শুরুর পর ২০ রানে রান আউটের ফাঁদে পড়েন কলিন ডি গ্র্যান্ডহোম।

তবে এর মাঝেও এক প্রান্ত আগলে প্রথম টেস্ট খেলতে নামা গ্লেন ফিলিপস হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। অর্ধশতকের পর নিজের ইনিংসটা বড় করতে পারেননি ফিলিপস। কামিন্সের তৃতীয় শিকারের আগে ১১৫ বলে ৫২ রান করেন তিনি। তার ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল।

এরপর একাই স্পিন ঘূর্ণিতে নিউজিল্যান্ডের লেজ ছেটে ফেলেন লিঁও। ফলে ২৫১ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৩০ দশমিক ৪ ওভার বল করে ৬৮ রানে ৫ উইকেট নেন লিঁও। ৯৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৭তমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন লিঁও। তবে দশম ম্যাচে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারেরমত পাঁচ উইকেট নিলেন তিনি। এছাড়া কামিন্স ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন।

নিউজিল্যান্ডকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে কোন উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ২৩ ও জো বার্নস ১৬ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৪৫৪ ও ৪০/০, ১৬ ওভার (ওয়ার্নার ২৩*, বার্নস ১৬*)
নিউজিল্যান্ড : ২৫১/১০, ৯৫.৪ ওভার (ফিলিপস ৫২, লাথাম ৪৯, লিঁও ৫/৬৮)।


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাও বিপদে

দক্ষিণ আফ্রিকাও বিপদে

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

বিপিএলে মুশফিকের অনন্য মাইলফলক

এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

এস্পানিওলের কাছে হোঁচট খেল বার্সেলোনা

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কড়া নিরাপত্তা, নেয়া যাবে না বাড়তি কিছু

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কড়া নিরাপত্তা, নেয়া যাবে না বাড়তি কিছু