নিজেকে এখনো সেরা ছয়ে ভাবেন উসমান খাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৫ মে ২০২০
নিজেকে এখনো সেরা ছয়ে ভাবেন উসমান খাজা

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন উসমান খাজা। তবে তিনি মনে করেন, টেস্ট ক্রিকেটে এখনো সেরা ছয়ে জায়গা পাওয়ার যোগ্যতা রয়েছে। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, আবারও ফিরবেন।

অ্যাশেজের লিডস টেস্টের পর আর অস্ট্রেলিয়া সাদা পোশাকের জার্সিতে দেখা যায়নি খাজাকে। ২০১৯ বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ফরম্যাটেও জাতীয় দলেও দেখা যায়নি। তবে তিনি বিশ্বাস করেন যে, এখনো প্রচুর সুযোগ রয়েছে, যা কাজে লাগিয়ে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন।

তিনি বলেন, বয়স কেবলই একটা সংখ্যা। আপনি যদি পারফর্ম করতে থাকেন তাহলে করতেই থাকবেন। ক্যারিয়ার শেষে বয়স ৩৭ কিংবা ৩৮ নিয়ে ভাবছি না। তবে অহংকারি শোনা গেলেও আমার মনে হয়, আমি শীর্ষ ছয় ব্যাটসম্যানের একজন।

খাজা স্পিন খেলতে পারেন না, বিশেষ করে উপমহাদেশে -এমন একটা কথা রয়েছে। তবে ২০১৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তার ক্লাস বুঝিয়ে দিয়েছেন।

খাজা বলেন, স্পিনের বিপক্ষে খেলেই দেশের হয়ে আমার ভালো কিছু ম্যাচ রয়েছে। স্টিভ স্মিথ একজন অসাধারণ প্রতিভাবান ব্যাটসম্যান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রান করা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

থুথু-লালার বিকল্প আনলো কুকাবুরা

থুথু-লালার বিকল্প আনলো কুকাবুরা

‘দলের জন্য এখনো ত্যাগ স্বীকার করছেন মাহমুদউল্লাহ’

‘দলের জন্য এখনো ত্যাগ স্বীকার করছেন মাহমুদউল্লাহ’

মাশরাফির জ্বীন পেতে চান তামিম

মাশরাফির জ্বীন পেতে চান তামিম

মাহমুদউল্লাহকে বদলে দিয়েছেন হাথুরুসিংহে

মাহমুদউল্লাহকে বদলে দিয়েছেন হাথুরুসিংহে