এশিয়া কাপ নিয়ে সৌরভের বক্তব্য ভিত্তিহীন : পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২০ এএম, ১০ জুলাই ২০২০
এশিয়া কাপ নিয়ে সৌরভের বক্তব্য ভিত্তিহীন : পাকিস্তান

চলতি বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি। তবে সৌরভের এমন দাবির কোন ভিত্তি নেই বলে জানিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিজের জন্মদিনে বুধবার (৮ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘২০২০ সালের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে।’ যা কি-না চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সৌরভের এমন দাবিতে পাল্টা জবাব দিয়েছেন পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান। তার মতে, ‘সৌরভের বক্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং এসিসি প্রধান নাজমুল হাসানই কেবল এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন।’

তিনি বলেন, ‘সৌরভ গাঙ্গুলি যে বক্তব্য দিয়েছেন, তা (এশিয়া কাপের কার্যক্রম) এগিয়ে নেওয়ার উপরে কোনো প্রভাব ফেলবে না। এমনকি তিনি যদি প্রতি সপ্তাহেও এ ধরনের মন্তব্য করেন, তাতেও এসবের কোনো ভিত্তি বা মূল্য থাকে না।’

‘এশিয়া কাপ সম্পর্কিত সিদ্ধান্ত এসিসি নেবে। ঘোষণাটি কেবল সংস্থার সভাপতি নাজমুল হাসানই দিতে পারেন। আমার জানা মতে, এসিসির পরবর্তী সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।’ যোগ করেন তিনি।

এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ বাতিল হয়েছে : সৌরভ গাঙ্গুলি

এশিয়া কাপ বাতিল হয়েছে : সৌরভ গাঙ্গুলি

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

এশিয়া কাপের জন্য ঝুলে আছে টাইগারদের অনুশীলন ক্যাম্প

সেই শ্রীলঙ্কাতেই ফেরার আসায় কোহলিরা

সেই শ্রীলঙ্কাতেই ফেরার আসায় কোহলিরা

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি

আইপিএলের জন্য এশিয়া কাপ বাতিল মেনে নেবে না পিসিবি