সিপিএলে দিতে হবে চারবার করোনা পরীক্ষা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ১১ জুলাই ২০২০
সিপিএলে দিতে হবে চারবার করোনা পরীক্ষা

প্রাণঘাতি করোনার মাঝেই চলতি বছরের ১৮ আগস্ট (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসর। সকল প্রকার স্বাস্থ্য নির্দেশনা মেনেই সিপিএলের আসরটি চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। স্বাস্থ্য সচেতনতা হিসেবে খেলোয়াড়, স্টাফ, অফিসিয়াল ও সংশ্লিষ্ট সকলকে দিতে হবে চারবার করে করোনা পরীক্ষা।

শুক্রবার (১০ জুলাই) সিপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। বলা হয়, টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়, অফিসিয়াল ও সংশ্লিষ্ট সকলের চারবার করোনা পরীক্ষা করা হবে। সব মিলিয়ে ৪১ দিন হিল্টন ত্রিনিদাদ হোটেলে থাকবেন খেলোয়াড়রা ও স্টাফরা। ধারণা করা হচ্ছে, সর্বমোট ২৫০ জন খেলোয়াড় ও স্টাফ হতে পারে।

শুরুতে ত্রিনিদাদে পৌঁছানোর আগে একবার করোনা পরীক্ষা করা হবে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে শুধুমাত্র তারাই ত্রিনিদাদে যাওয়ার অনুমতি পাবেন। এরপর ত্রিনিদাদে পৌঁছে সকলকে আবারও করোনা পরীক্ষা দিতে হবে।

দ্বিতীয় পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলেও হোটেল হিল্টন ত্রিনিদাদে সাতদিনের আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশন শেষে আবারও তাদের করোনা পরীক্ষা করা হবে।

তৃতীয় ধাপের পরীক্ষা রিপোর্ট নেগেটিভ আসলে পৃথক-পৃথক গ্রুপে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। এছাড়া আইসোলেশন শেষ হওয়ার পর শেষবারের মতো করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে পুরো দল একত্রে অনুশীলন করতে পারবে।

খেলোয়াড়দের এতো কড়াকড়ির মধ্য দিয়ে যাওয়ার পরও এবারের সিপিএল টুর্নামেন্ট পুরোটাই অনুষ্ঠিত হবে দর্শকবিহীন স্টেডিয়ামে। এছাড়া এবার শুধুমাত্র ত্রিনিদাদ ও টোবাগোতে আয়োজিত হবে এবারের সিপিএল। ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি এবং কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে হবে আসরের সবক’টি ম্যাচ।

গত মঙ্গলবার (৭ জুলাই) ভার্চুয়াল কনফারেন্সে এবারের সিপিএলের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। করোনার মধ্যে মাঠে গড়ানো এবারের সিপিএলে খেলছেন না কোন বাংলাদেশি ক্রিকেটার। এছাড়া এবারের সিপিএলের খেলছেন না ক্রিস গেইল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে ছয় দলের স্কোয়াড চূড়ান্ত, নেই কোন বাংলাদেশি

সিপিএলে ছয় দলের স্কোয়াড চূড়ান্ত, নেই কোন বাংলাদেশি

বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

সিপিএল খেলছে না ক্রিস গেইল

সিপিএল খেলছে না ক্রিস গেইল

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা