বাবরকে আইপিএলে দেখতে চান নাসের হুসেইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৫ আগস্ট ২০২০
বাবরকে আইপিএলে দেখতে চান নাসের হুসেইন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আসর ২০০৮ সালে খেলার সুযোগ পেয়েছিল পাকিস্তানি খেলোয়াড়রা। আইপিএলের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেলার পর, তবে মুম্বাইয়ে হামলার কারণে আইপিএলে খেলার সুযোগ হারায় তারা।

তবে ইংল্যান্ড দলের সাবেক অধিনায়ক নাসের হুসেইন হঠাৎ করেই পাকিস্তানের বাবর আজমকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে খেলতে দেখতে চান। পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

হুসেইনের মতে, আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন বাবর এবং বিশ্ব ক্রিকেটে তাকে ভবিষ্যতের কিছু হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বের সেরা বোলাররা অংশ গ্রহণ করায় আইপিএলে অতিরিক্ত চাপের মধ্যে খেলতে হয়। সুতরাং এখানে খেলতে পারলে তার সক্ষমতারও বিচার করা যাবে।

সম্প্রতি বাবরকে নিয়ে বেশ প্রশংসায় মেতে উঠেছেন হুসেইন। ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন অপরাজিত ৬৯ রান করেছিলেন বাবর। ওই ইনিংসের পর টিভিতে বাবরের প্রশংসায় মেতে উঠেন হুসেইন। তিনি বলেন, ‘বাবর যে ইনিংসটা খেলেছে, তা যদি কোহলি খেলতো, তবে ক্রিকেট বিশ্ব কোহলির প্রশংসায় মেতে উঠতো।’

‘বাবরের প্রশংসা করতেই আমাদের যেন কত অনীহা। কোহলির প্রশংসা করতে সময়ক্ষেপন করে না কেউই। সবাই বলে ফ্যাব ফোরের কথা। কিন্তু তাদের সাথে মোটেও একমত নই আমি। আমার মতে এখন বিশ্ব ক্রিকেটে ফ্যাব ফাইভ আছে। কোহলি-উইলিয়ামসন-স্মিথ-রুটের সাথে বাবরও আছে।’

আবারও বাবরকে নিয়ে কথা বললেন হুসেইন। এবার তিনি বললেন, আইপিএলে বাবরকে দেখতে চান তিনি। কিন্তু রাজনৈতিক কারনে ভারত-পাকিস্তানের ক্রিকেট সর্ম্পক মোটেও ভালো নয়। তারপরও রাজনৈতিক বিষয়কে দূরে সরিয়ে আইপিএলে বাবরকে দেখতে চান হুসেইন।

তিনি বলেন, ‘আমি রাজনীতির বিষয়ে কথা বলতে চাই না। তবে ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে না খেলাটা অনেকটা ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি, এভারটন-লিভারপুল কিংবা টটেনহ্যাম-আর্সেনাল ম্যাচ না হওয়ার মতো বিষয়।’

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। আইপিএলের আসরে পাকিস্তানি খেলোয়াড়দের না থাকাটা দুঃখজনক বলে জানান তিনি, ‘পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএলে খেলতে দেওয়া হয় না। এটি দুঃখজনক। খুব শিগগিরই আইপিএল শুরু হবে কিন্তু, বাবর আজম সেখানে থাকবে না। সে অসাধারণ মানের খেলোয়াড়। তাকে আইপিএলে খেলতে নেওয়া উচিত।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া, সিরিজের সূচি প্রকাশ

ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া, সিরিজের সূচি প্রকাশ

ট্রিপল সেঞ্চুরিয়ান করুন নায়ারের করোনা জয়

ট্রিপল সেঞ্চুরিয়ান করুন নায়ারের করোনা জয়

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

ইমরান খানের উপর চটেছেন মিয়াঁদাদ

ইমরান খানের উপর চটেছেন মিয়াঁদাদ