২২ গজে ফিরলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ আগস্ট ২০২০
২২ গজে ফিরলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট

ছবি : গেটি ইমেজ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়া ক্রিকেটাঙ্গণে ফিরলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট। টেস্ট ও ওয়ানড ক্রিকেটের পর ২২ গজে দেখা মিললো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের।

করোনার কারণে স্থবির হয়ে পড়ার ১১৬ দিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট মাঠে ফেরায় স্বাগতিক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর ১৩৮ দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে ক্রিকেটও ফেরায় ইসিবি। এবার ১৬৭ দিন পর টি-টোয়েন্টি ক্রিকেটকেও ফেরালো ইংল্যান্ড।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সফররত পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ফিরেছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।

ইংল্যান্ড একাদশ
ইয়ান মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, ডেভিড মালান, স্যাম বিলিংস, মঈন আলী, টম কারান, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ ও আদিল রশিদ।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে নয়, টেস্টকে ঘিরে স্টার্কের কপালে চিন্তার ভাঁজ

ওয়ানডে নয়, টেস্টকে ঘিরে স্টার্কের কপালে চিন্তার ভাঁজ

এক দশক আগের দুঃস্মৃতি নিয়ে মাঠে নামছেন আমির

এক দশক আগের দুঃস্মৃতি নিয়ে মাঠে নামছেন আমির

ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ, খেলতে পারবেন না রয়

ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ, খেলতে পারবেন না রয়

দশ নম্বরে নেমে ৬২ বলে সেঞ্চুরি

দশ নম্বরে নেমে ৬২ বলে সেঞ্চুরি