ওয়ানডে নয়, টেস্টকে ঘিরে স্টার্কের কপালে চিন্তার ভাঁজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ এএম, ২৯ আগস্ট ২০২০
ওয়ানডে নয়, টেস্টকে ঘিরে স্টার্কের কপালে চিন্তার ভাঁজ

করোনা পরবর্তী সময়ে মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। লালা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও শরীরের ঘাম ব্যবহারে অনুমতি ছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার।

ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে আইসিসির দেওয়া নিয়ম মেনে চলেছে ক্রিকেটাররা। তবে সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া সিরিজে লালার পাশাপাশি মুখ, ঘাড় বা মাথার কোন অংশের ঘাম ব্যবহার করতে পারবে না অস্ট্রেলিয়ার বোলাররা।

এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসার মিচেল স্টার্ক বলেন, ‘ইংল্যান্ডের আগের সিরিজগুলোতে লোকেরা যা দেখেছিল, গাইডলাইনে তা থেকে কিছুটা পরিবর্তন আছে। আপনি লালা তো ব্যবহার করতে পারবেনি না, সেই সাথে মুখ, ঘাড় বা মাথার কোন অংশ থেকে লালা ব্যবহার করতে পারবেন না।’

বোলারদের প্রায়শই মাথার অংশ থেকে ঘাম ব্যবহার করতে দেখা যায় কিন্তু এই সিরিজে অজি বোলারদের দেখা যাবে না। যার প্রস্তুতিস্বরুপ অস্ট্রেলিয়া ছাড়ার আগে অনুশীলন ক্যাম্পে ঘাম ব্যবহার করতে দেওয়া হয়নি বোলারদের। ঘাম ব্যবহারের ক্ষেত্রে ওয়ানডেতে সমস্যা না হলেও টেস্টে সমস্যা দেখছেন স্টার্ক।

তিনি বলেন, ‘পিঠের ঘাম ব্যবহার করাটা একটু আকর্ষণীয় লাগতে পারে। সাদা বলের ক্রিকেটে এটা খুব একটা সমস্যা করবে না। কারণ, নতুন বলে যখন খেলা শুরু হয়, আর আপনি সবসময় চেষ্টা করবেন বলটি শুকনা রাখতে। লাল বলের ক্রিকেটে এটা অবশ্যই দুশ্চিন্তার বিষয়। সিরিজ শুরু করার আগে আমরা এসব নিয়ে আলোচনা করব।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়াতে আমরা লালা বা ঘাম কোনটাই ব্যবহার করতে পারতাম না। কিন্তু অন্যান্য জায়গায় ক্রিকেটাররা ঘাম ব্যবহার করতে পারবে। আমার মনে হয় না সাদা বলের ক্রিকেটে এটা গুরুত্বপূর্ণ কিছু।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বোলিং মেশিনে প্রাকটিসে ‘ভয়’ পেয়েছিলেন সাদমান

বোলিং মেশিনে প্রাকটিসে ‘ভয়’ পেয়েছিলেন সাদমান

বাংলাদেশ এইচপি দলের নতুন কোচ র‌্যাডফোর্ড

বাংলাদেশ এইচপি দলের নতুন কোচ র‌্যাডফোর্ড

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি