শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে রাতে মাঠে নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২০
শ্রেষ্ঠত্ব দখলের লড়াইয়ে রাতে মাঠে নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রাতে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ায় ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার। তবে নিয়ম রক্ষার ম্যাচে হলেও লড়াইটা হবে শ্রেষ্ঠত্ব দখলের।

টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা দুই দলের মধ্যে লড়াইটা হবে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করার। ইংল্যান্ড ইতোমধ্যে সিরিজ জিতে নিলেও র‌্যাংকিংয়ের শীর্ষস্থান নির্ভর করবে এই ম্যাচের জয় পরাজয়ের উপর। তাই তো ইংল্যান্ডের লক্ষ্যটা যেমন অজিদের হোয়াইটওয়াশ করে শীর্ষস্থান দখল করা, তেমনি অজিদের লক্ষ্য শেষ ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ এড়ানো ও নিজেদের সিংহাসন রক্ষা করা।

সিরিজ শুরুর আগে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার আর দুইয়ে ছিল ইংল্যান্ড। সিরিজ শুরুর আগে সমীকরণটা এমন ছিল যে অজিদের হোয়াইটওয়াশ করতে পারলেই শীর্ষে চলে যাবে স্বাগতিক ইংল্যান্ড। আর সিরিজের যেকান একটি ম্যাচ জিততে পারলেই নিজেদের শীর্ষস্থান ধরে রাখবে অস্ট্রেলিয়া।

আইসিসি র‍্যাংকিংয়ের সোমবারের আপডেট অনুযায়ী, সমান ২৭৩ রেটিং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। তবে অস্ট্রেলিয়ার চেয়ে পয়েন্টে এগিয়ে থাকায় শীর্ষে ইংল্যান্ড। ইংল্যান্ডের পয়েন্ট ৫৭৩৬ আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫৭২৪।

আজকের ম্যাচে ইংলিশরা জিতলে তাদের নামের পাশে যোগ হবে ২ রেটিং আর অস্ট্রেলিয়ার কমবে ৩ রেটিং। তাতে করে ইংল্যান্ডের ২৭৫ রেটিং নিয়ে শীর্ষে থাকবে ইংল্যান্ড আর ২৭০ রেটিং নিয়ে দুইয়ে থাকবে অজিরা। আর ম্যাচটি অজিরা জিতলে ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে অস্ট্রেলিয়া আর ২৭০ রেটিং নিয়ে দুইয়ে ইংল্যান্ড।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ রানে হারিয়েছে ইংল্যান্ড। শুরুটা দারুণ করলেও শেষ দিকে খেই হারিয়ে ম্যাচ হারে অজিরা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে মাত্র ১৫৮ রানের টার্গেট দিলে বাটলারের ও মালানের ব্যাটে ৭ বল হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নেওয়ায় ফেভারিট হিসেবেই খেলতে নামবে মরগানের দল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

চলে এসেছেন ডোমিঙ্গো ও রায়ান কুক

চলে এসেছেন ডোমিঙ্গো ও রায়ান কুক

বাটলার-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

বাটলার-মালানের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ২৩ সদস্যের ‌‘দলে’ নতুন ৬ মুখ

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা

মিরপুরে বুধবার থেকে অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা