টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

মো. রাকিবুল হক মো. রাকিবুল হক প্রকাশিত: ০৪:৪৯ এএম, ১১ এপ্রিল ২০২১
টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ, উত্তরণের উপায় কি?

নিউজিল্যান্ডের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে কোনো ম্যাচে জয় তো দূরের কথা, লড়াই করার মনোভাবটুকুও দেখাতে পারেনি বাংলাদেশ। এতো গেল সর্বশেষ সিরিজ, মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। এখন পর্যন্ত ৯৯ টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩২ ম্যাচে।

বলা হয়ে থাকে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল আর ছোটদলের মাঝে ব্যবধান কমে যায়। যেকোনো একজনের পারফরম্যান্সই বদলে দিতে পারে ম্যাচের মোড়। তবে সর্বশেষ স্বাগতিক নিউজিল্যান্ড যেন বাংলাদেশের কাছে বিশাল বড় দল হয়ে দাঁড়িয়েছিল। যদিও দেশটিতে কোনো ফরম্যাটেই বাংলাদেশের জয় নেই। তবে এতো বছর ক্রিকেট খেলার পরও এমন পারফরম্যান্স হতাশ করেছে ক্রিকেট ভক্তদের।

পরিসংখ্যানও স্পষ্ট, টি-টোয়েন্টি ক্রিকেটে কতটা নাজুক বাংলাদেশ। এক যুগেরও বেশি সময় ধরে টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের জয় সর্বসাক্যুলে মাত্র ৩২টি। যেখানে পরাজয়ই সংখ্যা দ্বিগুণেরও বেশি, ৬৫ ম্যাচে!

সব দেশেই ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে ভালো পারফর্ম করে। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে সেটি করতেও ব্যর্থ টাইগাররা। ঘরের মাঠে ৩৯ ম্যাচে বাংলাদেশের জয় রয়েছে ১৭টি টি-টোয়েন্টিতে। ঘরের মাঠের হারের সংখ্যা জয়ে চেয়ে বেশি, ২২টি।

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি খেললেও দলে এখন পর্যন্ত ধারাবাহিক হার্ডহিটার ব্যাটসম্যান যেমন বের করতে পারেনি বিসিবি, তেমনি লেগ স্পিনারও খুঁজে পায়নি বাংলাদেশ। অথচ, টি-টোয়েন্টি যেকোনো দলের মূল অস্ত্র হতে পারেন তারা।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কেন এমন ব্যর্থতা? কেন এখনও টি-টোয়েন্টির সাথে খাপ খেয়ে নিতে পারছে না বাংলাদেশ? ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে এ বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম।

অভিজ্ঞ এ কোচের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ভালো খেলতে পারে না -এমন একটা বাজে চিন্তা খেলোয়াড়দের মাথায় সেট হয়ে গেছে। খেলোয়াড়দের এটা থেকে বের হয়ে আসতে হবে, হতে হবে ইতিবাচক।

তিনি বলেন, ‌‘আমরা এমন এক দলের (নিউজিল্যান্ড) বিপক্ষে তাদের মাঠে খেলেছি, যেখানে আমরা খেলে অভ্যস্ত নই। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলি না -এমন চিন্তা সবার মাথায় ডুকে গেছে। খেলোয়াড়দের আরও ইতিবাচক থাকার দরকার ছিল। নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদেরকে হারানো কঠিন, তবে আমাদের অবশ্যই ভালো খেলা উচিত ছিল।’

টি-টোয়েন্টিতে উন্নতি করতে বিপিএলের মতো আসর কি তাহলে কাজে আসছে না? বা বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট টি-টোয়েন্টিতে উন্নতিতে কেমন ভূমিকা রাখতে পারে -এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলোয়াড়দের খেলা শেখানোর মতো সময় এবং ইচ্ছে কোনোটাই থাকে না তাদের। দেখা যায় একজন বিদেশি কোচ আসে দলকে পরিচালনা করতে অল্প সময়ের জন্য। তার সাথে ছবি তোলা হয় এবং এক পর্যায়ে সে চলে যায়।’

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যর্থতা থেকে কিভাবে উত্তরণ পাবে বাংলাদেশ, কি’বা সমাধান? নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, যেহেতু বাংলাদেশের খেলোয়াড়রা শারীরিকভাবেও শক্তিশালী (অন্য দেশের তুলনায়) নয়, ফলে বুদ্ধি দিয়ে খেলেই জয় আনতে হবে।

তিনি বলেন, ‘সত্যি বলতে টি-টোয়েন্টিতে এখনও আমাদের অনেক দূর যেতে হবে। আমরা এমন একটা দল, যারা স্কিল হিটিংয়ের উপর নির্ভরশীল। আমাদের কোনো বিগ হিটার নেই, যে তার উপর নির্ভর করবো। যদি আমরা আমাদের গেম প্ল্যান অনুযায়ী মাঠে খেলতে পারি এবং মানসিকভাবে ইতিবাচক থাকি তাহলে এ ফরম্যাটেও ভালো করা সম্ভব।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নতুন ৩ মুখ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, নতুন ৩ মুখ

ডোমিঙ্গো থাকছেন নাকি থাকছেন না?

ডোমিঙ্গো থাকছেন নাকি থাকছেন না?

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি