রিয়াদ-মমিনুলের ব্যাটে গাজী গ্রুপের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৩ জুন ২০২১
রিয়াদ-মমিনুলের ব্যাটে গাজী গ্রুপের জয়

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আশরাফুলের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে ভর করে ৭ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে তারা।

বুধবার (২ জুন) টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেও বোলাররা পিচের সুবিধাকে কাজে লাগাতে ব্যর্থ হয়। শেখ জামালের সৈকত আলী ও মোহাম্মদ আশরাফুল ওপেনিং জুটিতে আসে ৬৯ রান। তবে দুই ওপেনার সৈকত আলী ও আশরাফুলের বিদায়ের পর বাকি ব্যাটাররা তেমন রান করতে না পারায় নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করতে সক্ষম হয় শেখ জামাল।

শেখ জামালের হয়ে সৈকত আলী ৩৩, আশরাফুল ৪১ ও নাসির ১৩ বলে ২০ রান করেন। গাজী গ্রুপের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ২ উইকেট ও মুকিদুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য ও শাহাদাতের উইকেট শুরুতেই হারায় গাজী গ্রুপ। তবে এরপর রিয়াদ ও মমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ।

টেস্ট দলের অধিনায়ক মমিনুল ৩৬ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। কোন ছয় না থাকলেও তার ইনিংসে ছিল আটটি চার। অন্যদিকে, মমিনুলকে যোগ্য সঙ্গী দেন রিয়াদ। ৫১ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলাঘরের টানা হার, প্রথম জয়ে প্রাইম দোলেশ্বর

খেলাঘরের টানা হার, প্রথম জয়ে প্রাইম দোলেশ্বর

মরগানের পরিবর্তে সাকিবদের অধিনায়কত্বের দৌড়ে যারা

মরগানের পরিবর্তে সাকিবদের অধিনায়কত্বের দৌড়ে যারা

টি-টোয়েন্টির জন্য মিসবাহ অচল: রমিজ রাজা

টি-টোয়েন্টির জন্য মিসবাহ অচল: রমিজ রাজা

আইপিএল খেলতে সুযোগ খুঁজছেন বোল্ট

আইপিএল খেলতে সুযোগ খুঁজছেন বোল্ট