আইপিএল খেলতে সুযোগ খুঁজছেন বোল্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ এএম, ০৩ জুন ২০২১
আইপিএল খেলতে সুযোগ খুঁজছেন বোল্ট

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের স্থগিতকৃত অংশ। আন্তর্জাতিক ব্যস্তসূচির কারণে এ অংশে বিদেশি ক্রিকেটারদের নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। তবে কিউই পেসার ট্রেন্ট বোল্ট জানিয়েছেন তিনি আইপিএল খেলার জন্য সুযোগের অপেক্ষায় রয়েছেন।

আইপিএলের সময় নির্ধারণ হলেও আন্তর্জাতিক ব্যস্তসূচির কারণে বেশিরভাগ দেশই ক্রিকেটাদেরকে অনাপত্তিপত্র দিতে রাজি নয়। তবে সুযোগ পেলে আইপিএল খেলতে চান মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট।

চলতি বছরের আগস্টে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এ সিরিজের দলে থাকবেন প্রায় সব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এ কারণেই উইলিয়ামসন, বোল্টদের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

শঙ্কার মধ্যেও সুযোগের অপেক্ষায় আছেন বোল্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘আইপিএলের অর্ধেক খেলাটা একটু অন্যরকম। দেখে মনে হচ্ছে এটি আরব আমিরাতের দিকেই এগিয়ে চলছে। গত বছর আরব আমিরাতে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছিল। যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই টুর্নামেন্টটি শেষ করতে চাইব।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেট খেলার জন্য ভারত দারুণ একটি জায়গা। এখানে আমি অনেক কিছুই অনুভব করেছি। সেখানকার সমর্থন আর সংস্কৃতিও কিন্তু এবার আলাদা ছিল। পরিবেশ খুবই শান্ত ছিল, রাস্তার চারপাশে কোনো সমর্থক ছিল না।’

আইপিএলের ১৪তম আসরে মুম্বাইয়ের হয়ে খেলেছেন ট্রেন্ট বোল্ট। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে সাত ম্যাচে ৮ দশমিক ৪৬ ইকোনমিতে শিকার করেছেন ৮ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৪ দলে ওয়ানডে, ২০ দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৪ দলে ওয়ানডে, ২০ দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন

কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন

আইসিসির সেরা দশে স্কটিশ তারকা ক্যাথরিন ব্রাইস

আইসিসির সেরা দশে স্কটিশ তারকা ক্যাথরিন ব্রাইস