কাউন্টি নয়, পিএসএলকেই বেছে নিলেন রশিদ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৭ জুন ২০২১
কাউন্টি নয়, পিএসএলকেই বেছে নিলেন রশিদ খান

বর্তমান সময়ে প্রতিনিয়তই বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিয়ত আয়োজন করছে টি-টোয়েন্টি লিগ। ফলে, ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছে এসব লিগে। টি-টোয়েন্টির জনপ্রিয় ক্রিকেটার রশিদ খানেরও বেশ চাহিদা এসব লিগে।

কাউন্টি লিগে সাসেক্সের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ রয়েছেন আফগান এই ক্রিকেটার। তবে, একই সময়ে পিএসএলের ম্যাচের সূচিও পড়ে। ফলে, পিএসএল নাকি কাউন্টি কোনটা খেলবেন তা নিয়ে ছিলেন চিন্তায়। অবশেষে, রশিদ খান সিদ্ধান্ত নিলেন, পিএসএলের বাকি ম্যাচগুলো শেষ করেই তিনি কাউন্টি খেলতে যাবেন।

পিএসএল শেষ করে যাবে বিধায় কাউন্টির পাঁচটি ম্যাচ হাতছাড়া করবেন তিনি। তবে সাসেক্স এই ব্যাপারটিকে ইতিবাচক ভাবে দেখায় ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রশিদ খান বলেন, 'এবারের পিএসএলে আমি মাত্র দুটি ম্যাচ খেলেছি। তারপরই জাতীয় দলের খেলা থাকায় চলে যেতে হয়। আমার সামনে সুযোগ ছিল ইংল্যান্ডের কাউন্টি খেলারও। তবে আমি পিএসএলকেই বেছে নিয়েছি।'

সাসেক্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলা হবে না এই আফগান ক্রিকেটারের। তবে ব্যাপারটিকে সহজভাবে দেখায় সাসেক্সকেও ধন্যবাদ জানান তিনি। রশিদ খান বলেন, 'সাসেক্সকে ধন্যবাদ জানায় তারা আমার ব্যাপারটি বুঝতে পেরেছে। আমাকে কাউন্টির পাঁচ ম্যাচ হাতছাড়া করা কিংবা পিএসএলের বাকি ম্যাচগুলো খেলার সুযোগ ছিল। আমি পিএসএলকেই বেছে নিয়েছি, কারণ আমার সমর্থকরা আমাকে এখানে চায়।'

পিএসএলের কারণে আফগানিস্তানের ক্রিকেটারদের মানেরও উন্নতি হচ্ছে বলে মনে করেন রশিদ খান। তিনি বলেন, 'যারা আফগানিস্তান থেকে পিএসএল খেলতে আসছে, তাদের জন্য দারুণ ব্যাপার, বিশ্বের নামি ক্রিকেটারদের সঙ্গে খেলার। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা অন্যান্য লিগে এখনও সুযোগ পায়নি। তাই পিএসএলেই তাদের সুযোগ নিজেদের সামর্থ্য দেখানোর।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর

চুক্তি নিয়ে ঝামেলা, অনিশ্চিত শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর

মঈন খানের ছেলে পাকিস্তান দলে, সমালোচনার ঝড়

মঈন খানের ছেলে পাকিস্তান দলে, সমালোচনার ঝড়

নিজেদের মাটিতে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ : রাজ্জাক

নিজেদের মাটিতে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ : রাজ্জাক

জুনিয়র সাকিবে ভর করে জিতলো আবাহনী

জুনিয়র সাকিবে ভর করে জিতলো আবাহনী