আইপিএলেও ডিসিশন রিভিউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ পিএম, ২২ মার্চ ২০১৮
আইপিএলেও ডিসিশন রিভিউ

বছর কয়েক আগেও যা ছিল ভারতীয় ক্রিকেটারদের কাছে অচ্ছুৎ, এবার তা ঢুকে পড়ল বিসিসিআই-এর নিজস্ব টুর্নামেন্টেও৷টেস্ট থেকে টি-টোয়েন্টির হাত ধরে ডিসিশন রিভিউ সিসস্টেম এবার আইপিএলেও৷

বুধবার এমনটা জানান আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা৷সাংবাদিক বৈঠকে শুক্লা বলেন, ‘হ্যাঁ, এই আইডিয়াটা কয়েক বছর ধরেই চলছিল৷’ অর্থাৎ প্রতিপক্ষ টিম চ্যালেঞ্জ করলে টিভি রিপ্লে-র সাহায্য নেওয়া হবে এবার আইপিএলেও৷আন্তর্জাতিক টি-২০ মতোই প্রতিটি দল একটি করে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে৷

প্রথম ১০ বছর রিভিউ পদ্ধতি দেখা যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের মিলিয়ন ডলাবর বেবি টুর্নামেন্টে৷কিন্তু একাদশ সংস্করণে এসে ডিআরএস গ্রহণ করল বিসিসিআই৷এদিন আইপিএলের সঙ্গে তিন বছরের জন্য গাঁটছড়া বাঁধল টাটা নিক্সন৷

এদিন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি বিতর্কে মন্তব্য করেন বোর্ডের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট শুক্লা৷এ ব্যাপারে তিনি জানান, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান নীরজ কুমার বিষয়টি তদন্ত করে আমাদের রিপোর্ট দেবে৷আমরা তার অপেক্ষায় রয়েছি৷আশা করছি, অল্প দিনের মধ্যেই রিপোর্ট হাতে পাব৷’

শামির বিরুদ্ধে দুবাইয়ে এক পাকিস্তানি মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিন জাহান৷এর সঙ্গে ম্যাচ গড়াপেটার কোনও সম্পর্ক রয়েছে কিনা, তার তদন্ত করতে গত বৃহস্পতিবার শামিকে জিজ্ঞাসাবাদ করেন নীরজ কুমার৷প্রায় ঘণ্টাতিনেক জিজ্ঞাসাবাদ করা হয় টিম ইন্ডিয়ার পেসারকে৷শামির স্ত্রী হাসিনকে জিজ্ঞাসাবাদ করতে বুধবার শহরে আসেন নীরজ কুমার৷


শেয়ার করুন :