টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪০ এএম, ০২ আগস্ট ২০২১
টার্নিং উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাশটন টার্নার

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। অনেক সিনিয়র ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় বেশ নতুন একটি দল নিয়ে বাংলাদেশ সফরের এসেছে তারা। বাংলাদেশ সফরে অজিরা টার্নিং উইকেটে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন ব্যাটসম্যান অ্যাশটন টার্নার।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ সরাসরি বাংলাদেশের মাটিতে পা রেখেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশেও টার্নিং উইকেটে পাবেন বলে মনে করেন অজি ক্রিকেটার টার্নার। যদিও প্রথমবারের মত বাংলাদেশ সফরে এসেছেন তিনি। তবে অভিজ্ঞদের কাছ থেকে বাংলাদেশের উইকেট নিয়ে ধারণা নিয়েছেন এ অজি ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসার নাম অ্যাশটন টার্নার। তবে ম্যাচের পরিস্থিতি বুঝে মাঝে মাঝেই বল হাতে অফ স্পিন করেন। ক্যারিবিয়ান সফরের শেষ দুই ওয়ানডেতে ১৪ ওভার বোলিং করে দুই উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশ সিরিজে ব্যাট-বলে দুই দিক থেকেই অবদান রাখতে চান টার্নার।

অ্যাশটন টার্নার বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসে আমি রোমাঞ্চিত। ওয়েস্ট ইন্ডিজেও আমি প্রথমবার সফর করলাম। আগে এখানে যারা এসেছে তাদের সাথে কথা বলে বুঝেছি ওয়েস্ট ইন্ডিজে যেরকম উইকেটে খেলেছি, এখানেও সেই রকম উইকেট হবে। এ শীতকালে এমন অনেক উইকেটে খেলতে হবে। স্পিনার হিসেবে এ রকম উইকেটে খেলতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ায় এ রকম সুযোগ সবসময় আসে না।’

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার সফরে বেশিরভাগ সময় স্পিনারদের মুখোমুখি হতে হবে। এ বিষয়ে টার্নার বলেন, ‘এখানে আমাদের দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে। কোনো সংশয় নেই, স্পিনাররা এখানে অনেক ওভার বোলিং করবে।’

মিরপুরের অনুশীলন শুরুর আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অজি ব্যাটসম্যান অ্যাশটন টার্নার। সিরিজ শুরু আগে দুইটি অনুশীলন সেশনেই নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকায় আসার পর তিনদিন আইসোলেশনে ছিলাম। এখনও মাঠে যাইনি। আজকে (রবিবার) আমাদের অনুশীলন আছে।দলের কয়েকজন আগে বাংলাদেশে খেলেছে। কন্ডিশন এবং অনুশীলন করে মঙ্গলবারের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে মুখিয়ে আছি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্বে জর্জ বেইলি

বিশ্বকাপকে সামনে রেখে অজি যুবাদের দায়িত্বে টিম পেইন

বিশ্বকাপকে সামনে রেখে অজি যুবাদের দায়িত্বে টিম পেইন

মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ, মিশন অস্ট্রেলিয়া সিরিজ

মাঠের অনুশীলনে ফিরেছে বাংলাদেশ, মিশন অস্ট্রেলিয়া সিরিজ

অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব

অস্ট্রেলিয়া সিরিজে প্রয়োজনে ওপেন করবেন সাকিব