প্রথম ম্যাচেই টস ভাগ্যে বাংলাদেশের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৪ আগস্ট ২০২১
প্রথম ম্যাচেই টস ভাগ্যে বাংলাদেশের হার

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই টস ভাগ্যে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সফররত অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটাই প্রথম কোন দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে এর আগে দুই দল চারবার মুখোমুখি হলেও বাংলাদেশের কোন জয়ের রেকর্ড নেই।

তবে ঘরের মাঠে এবার জয়ের খোঁজেই মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফর থেকে তিন ফরমেটেই সিরিজ করা বাংলাদেশ জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী।

প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে কঠোর বায়ো-বাবলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ম্যাচের এ টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে এ সিরিজে খেলতে পারছেন না মুশফিকুর রহীম ও তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলেউড।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

স্থগিতই হলো ইংলিশদের ঢাকা সফর, দুই বছর পর নতুন সূচি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : গ্যালারিতে পড়লেই বল ‌‘বাতিল’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ : গ্যালারিতে পড়লেই বল ‌‘বাতিল’

প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ

প্রস্তুত বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে হারানোর ভালো সুযোগ

অস্ট্রেলিয়া সিরিজে দুটি রেকর্ডের সামনে অলরাউন্ডার সাকিব

অস্ট্রেলিয়া সিরিজে দুটি রেকর্ডের সামনে অলরাউন্ডার সাকিব