কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলের স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১
কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলের স্কোয়াড

প্রাণঘাতী করোনার মাঝে অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মাঠে গড়াবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই সবচেয়ে ছোট ফরম্যাটের এ বিশ্ব আসরটি ভারতের মাঠে অনুষ্ঠিত হওয়ার সূচি থাকলেও করোনার কারণে তা সরে গেছে। তবে আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও স্বাগতিক হিসেব ভারতই থাকছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সংশ্লিষ্ট সকল দেশ তাদের স্কোয়াড ঘোশণা করেছে। দুই মাস আগে আগস্টে সর্বপ্রথম বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে নিউজিল্যান্ড। এবার রোববার (১২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে স্কোয়াড ঘোষণার পালা।

প্রত্যেক দেশ মূল স্কোয়াডে ১৫ জন করে ক্রিকেটার রেখেও স্ট্যান্ডবাই হিসেবে সর্বোচ্চ আরও তিনজন করে খেলোয়াড় রাখতে পেরেছে। বাংলাদেশও মূল স্কোয়াডের বাইরে তিনজনকে রেখেছে।

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সমূহ

বাংলাদেশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই : আমিনুল ইসলাম বিপ্লব এবং রুবেল হোসেন।

পাকিস্তান
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মাকসুদ।

স্ট্যান্ডবাই : শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির ও ফখর জামান।

ইংল্যান্ড
ইয়ান মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জশ বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

স্ট্যান্ডবাই : টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স।

ভারত
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই : শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।

অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট ক্যামিন্স (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।

স্ট্যান্ডবাই : ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।

নিউজিল্যান্ড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাশেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি এবং টিম সাউদি।

স্ট্যান্ড বাই : অ্যাডাম মিলনে।

ওয়েস্ট ইন্ডিজ
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেইস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

স্ট্যান্ডবাই : ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, আকিল হোসেইন, জেসন হোল্ডার।

দক্ষিণ আফ্রিকা
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, রেজা হেন্ডরিকস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, তাবারাইজ শামসি, বিয়র্ন ফরচুন, ডোয়াইন প্রিটেরিয়াস, কেশাভ মহারাজ, উইয়ান মালডার, এনরিক নরখে।

স্ট্যান্ডবাই : জর্জ লিন্ডে, এনদিলে ফেলুকায়ো, লিজাদ উইলিয়ামস।

আফগানিস্তান
মোহাম্মদ নবি (অধিনায়ক), রশীদ খান, রহমানুল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, হাসমতউল্লাহ শাহিদি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নায়েব, নাভিন উল হক, হামিদ হাসান, কায়েস আহমেদ, শরফউদ্দিন আশরাফ, দৌলত জাদরান, এবং শাপর জাদরান।

স্ট্যান্ডবাই : আফসার জাজাই, ফরিদ আহমদ মালিক।

শ্রীলঙ্কা
দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদীপ, দুশমান্থ চামিরা, প্রবীন জয়াবিক্রমা, লাহিরু মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা।

স্ট্যান্ডবাই : লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া ও পুলিনা থারাঙ্গা।

পাপুয়া নিউগিনি
আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, নোসইনা পোকানা, কিপলিং ডোরিগা, টনি উড়া, হিরি হিরি, গাউদি তোকা, ডামিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরেয়া, সিমন আতাই, জ্যাসন কিলা, চাঁদ সোপার, জ্যাক গার্ডনার।

নেদারল্যান্ড
পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপে বইসেভেইন, বাস ডি লিডে, পল ভ্যান মিকরিন, বেন কুপার, ম্যাক্স ও’ডড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গাটেন, রিলফ ভ্যান ড্যার মিরউই, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ভ্যান বিক, স্টিফেন মাইবার্গ।

নামিবিয়া
জেরার্ড এরামাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, কার্ল বার্কেনস্টক, মিকাও দু প্রিজ, জান ফ্রাইলিঙ্ক, জেন গ্রিন, নিকল লফি ইয়াতন, বার্নাড স্কল্টজ, বেন শিকংগ, জেজে স্মিত, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডেভিড ভিসে, ক্রেইগ উইলিয়ামস ও পিকি ইয়া ফ্রান্স।

স্ট্যান্ডবাই : মরিটাস এঙ্গুপিটা।

স্কটল্যান্ড
কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ডাইল্যান বেজ, ম্যাথু ক্রস, জস ডেভি, অ্যালাসডের ইভান্স, ক্রিস গ্রেভস, অলি হ্যারিস, মিচেল লেস্ক, কলাম ম্যাকলিয়ড, জর্জ মুন্সি, সাইফান শারিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইড় ওয়াল্যান্স, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়াইল।

ওমান
জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জোতিন্দর সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌদ, নেস্টার ধাম্বা, কালিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফাইয়াজ বাট, খুররাম খান।

আয়ারল্যান্ড
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেকটর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পরামর্শক ডুমিনি

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পরামর্শক ডুমিনি

বিশ্বকাপের পরিকল্পনাতে ছিলেন না স্ট্যান্ডবাইয়ে থাকা বিপ্লব

বিশ্বকাপের পরিকল্পনাতে ছিলেন না স্ট্যান্ডবাইয়ে থাকা বিপ্লব

সত্যিই দুর্ভাগ্য, তামিমকে মিস করবে দল: নান্নু

সত্যিই দুর্ভাগ্য, তামিমকে মিস করবে দল: নান্নু

বিশ্বকাপ দলে কোহলিদের মেন্টর ধোনি

বিশ্বকাপ দলে কোহলিদের মেন্টর ধোনি