‘সমর্থন দিন, প্রার্থনা করুন, বিশ্বাস রাখুন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩১ এএম, ১৭ অক্টোবর ২০২১
‘সমর্থন দিন, প্রার্থনা করুন, বিশ্বাস রাখুন’

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে দেশ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার (১৫ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে করাচি থেকে রওনা দেয় বাবর আজমরা।

দেশ ছাড়ার প্রক্কালে দলকে সমর্থন করতে ভক্ত-সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। টুইটারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম লিখেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে দল রওনা হলো। আপনার সমর্থন যেকোন কিছুর চেয়ে বেশি দরকার। দলের পাশে দাঁড়ান। সমর্থন দিন, প্রার্থনা করুন। বিশ্বাস রাখুন। পাকিস্তান জিন্দাবাদ।’

ওমান ও আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ-এ গ্রুপ-২-এ খেলবে পাকিস্তান। গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে- ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাইপর্ব পার হয়ে আসা দু’টি দল। ২৪ অক্টোবর চিরপ্রতিন্দ্বন্দি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাবর আজমের দল।

বিশ্বকাপের স্কোয়াড দিয়েও আইসিসির দেওয়ার নিয়মের সুযোগ কাজে লাগিয়ে দুই দফা পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথম দফায় একাধিক পরিবর্তন আনার পর দ্বিতীয় দফায় শোয়েব মালিককে দলে নিয়েছে পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শোয়েব মালিক, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, হায়দার আলি ও সরফরাজ আহমেদ।

রিজার্ভ : উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি, খুশদিল শাহ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শুধু ভারত নয়, যেকোনো দলকে হারাতে সক্ষম পাকিস্তান : হাসান আলী

শুধু ভারত নয়, যেকোনো দলকে হারাতে সক্ষম পাকিস্তান : হাসান আলী

টি-টোয়েন্টির ছয় বিশ্বকাপে দুরন্ত সব পারফর্মেন্স

টি-টোয়েন্টির ছয় বিশ্বকাপে দুরন্ত সব পারফর্মেন্স

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান