ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

অনিন্দ্য চৌধুরী হৃদ্য অনিন্দ্য চৌধুরী হৃদ্য প্রকাশিত: ১১:১৬ এএম, ২০ অক্টোবর ২০২১
ডট বলের সৌন্দর্যে ‘সেরা বাংলাদেশ’

টি-টোয়েন্টিতে ডট বল খেলার জন্য যদি আইসিসি কোন পুরষ্কার ঘোষণা করে তাহলে এ তালিকায় বাংলাদেশের নাম সবার উপরে থাকবে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৪৬টি ডট বল খেলা বাংলাদেশ ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলেছে ৪০টি ডট বল। যার মধ্যে ইনিংসের প্রথম ৫টি বলই ছিল ডট। 

টি-টোয়েন্টি ক্রিকেটে যেখানে অন্য সব দল প্রথম ৬ ওভারে ঝড়ো গতিতে রান তুলে সেখানে বাংলাদেশের রান রেট সবচেয়ে কম। প্রথম ৬ ওভারে ৬ রান করে নিতেও বাংলাদেশকে প্রায় প্রতি ম্যাচেই ভুগতে হয়। মাঠের ৩০ গজের বাইরে বল পাঠাতে যেন ভুলেই যান ব্যাটারার।

চলমান বিশ্বকাপের প্রাথমিক পর্বে রোববার (১৭ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে বাঃংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২৫ রান। মঙ্গলবার (১৯ অক্টোবর) নিজেদের বাঁচা-মরার ম্যাচেও এর ব্যতিক্রম ঘটেনি। ১২০ বলের ম্যাচে বাংলাদেশ ডট খেলেছে ৪০টি! প্রায় অর্ধেক।

ওমানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ যখন ২ উইকেটে ২৯, তখন ৩৬ বলে বাংলাদেশের ডট বল ছিল বরাবর ২২টি। প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান রেট ছিল ৪.৮৩।

যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া পাপুয়া নিউগিনি দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে পাওয়ার প্লের ৬ ওভারে করেছে ৩৫ রান। তার আগে হেরে যাওয়া ম্যাচে ওমানের বিপক্ষে ৬ ওভারে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪০ রান।

চলতি বিশ্বকাপে বাংলাদেশের পর প্রথম ৬ ওভারে সবচেয়ে কম রান নামিবিয়ার। শ্রীলঙ্কার সাথে ৯৬ রানে আউট হওয়া নামিবিয়া প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩০ রান করেছিল।

এছাড়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাওয়ার প্লেতে কম রান তোলায় বাংলাদেশের সাথে আছে শুধু নেদারল্যান্ডস। আয়ারল্যান্ডের সাথে নিজেদের প্রথম ম্যাচে ৬ ওভারে ২৫ রান করেছিল তারা।

র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা বাংলাদেশ পিছিয়ে থাকা দলগুলোর সাথেই রান তুলতে হিমশিম খাচ্ছে। যেখানে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে হারের জন্য অন্যতম দায়  অতিরিক্ত ডট বল। প্রথম ম্যাচে ১২০ বলের মধ্যে বাংলাদেশ ডট বল খেলেছিল ৪৬টি!

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্য নেই বাংলাদেশের। ফলে স্কটল্যান্ড-ওমান-পাপুয়া নিউনিগির মতো দলের বিপক্ষে প্রাথমিক পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হচ্ছে।
 
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের নিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এ ম্যাচেও বাংলাদেশ ডট বল খেলে ৪০টি! অর্থাৎ পুরো ইনিংসে প্রায় অর্ধেক অংশ থেকে কোনো রানই নিতে পারেনি বাংলাদেশ।

সেক্ষেত্রে বলাই যায়- ডট বল খেলা যদি কোন সৌন্দর্য হয়, তবে এ সৌন্দর্যের রূপকার বাংলাদেশ!

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শিশির বড় ফ্যাক্ট, স্কোর বোর্ডের রান চায় বাংলাদেশ

শিশির বড় ফ্যাক্ট, স্কোর বোর্ডের রান চায় বাংলাদেশ

ওমানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

ওমানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বস’ হবেন স্পিনাররা : রশিদ খান

বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়

বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়