জয় পেতে পাওয়ার প্লে নিয়ন্ত্রণ জরুরি : ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ এএম, ২৪ অক্টোবর ২০২১
জয় পেতে পাওয়ার প্লে নিয়ন্ত্রণ জরুরি : ফিঞ্চ

সংযুক্ত আরব আমিরাতে দিনে প্রচন্ড তাপের পর রাতে পড়ে শিশির। ফলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোকে রাতের খেলা নিয়ে ভাবতে হয় আলাদাভাবে। তবে রাতের ম্যাচে শিশিরের সমস্যার বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বরং সংক্ষিপ্ত ভার্সনের এ ক্রিকেটে পাওয়ার প্লে নিয়ন্ত্রণে জোর দিচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব শেষে আজ শনিবার (২৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে সুপার টুয়েলভের মূল লড়াই। শীর্ষ ১২ দলের লড়াইয়ের প্রথম দিনের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মুখোমিুখি হচ্ছে অস্ট্রেলিয়া। আবুধাবীতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

আবাধাবীর উইকেট কিছুটা ধীরগতির হলেও খেলার জন্য বেশ ভালো হবে আশা করছেন ফিঞ্চ। তবে শিশির বিন্দু টুর্নামেন্টে যে কিছুটা প্রভাব ফেলবে সে বিষয়েও তার কোন সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া চারটি ম্যাচই দিনের আলোতে হবে।

অসি অধিনায়ক বলেন, ‘আমাদের পাঁচ ম্যাচের চারটিই দিনের আলোতে হবে। একটি মাত্র ম্যাচ রাতে পড়েছে। সেটি হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ। আগামী মাস থেকে আবহাওয়া আরও কিছুটা শীতল হয়ে আসবে। এতে শিশিরের পরিমাণও ক্রমে বাড়তে পারে। ওই সময় টস ভাগ্য গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে।’

ফিঞ্চ বলেন, ‘ছয় ওভারের পাওয়ার প্লে টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, ওই সময় মাত্র দু’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার সুযোগ পায়। যতই শিশির থাকুক, ম্যাচের ওই অংশটি (পাওয়ার প্লে) নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অনেকটাই এগিয়ে যাবেন। জয়ের পথে অনেকটাই ব্যবধান রচনা করতে পারবেন।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একাদশ প্রকাশ না করে অসি অধিনায়ক বলেন, ‘এখনো টি-টোয়েন্টি শিরোপার দেখা না পাওয়া অস্ট্রেলিয়া দলটি গঠন করা হয়েছে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও অলরাউন্ডারসহ চারজন বোলারকে নিয়ে। আমাদের দলের আত্মবিশ্বাস তুঙ্গে।’

‘গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ চার ওভার বল করবেন বিপুল আত্মবিশ্বাস দিয়ে। আমরা মনে করি এখানকার উইকেট ও কন্ডিশনে তারা খুবই ভালো করবে। আর আক্রমণাত্মক খেলা যেকোন বিষয়ের চেয়ে বেশি কিছু।’ -যোগ করেন তিনি।

নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচও অসি দলকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন ফিঞ্চ। এর দ্বারা বিভিন্ন স্তরের খেলোয়াড়দের সঙ্গে খেলে প্রস্তুতি ভালো হয়েছে।

তিনি বলেন, ‘এটি ঠিক যে করোনা মাহামারির কারণে বিগত ১৮ মাস খুব বেশি ক্রিকেট খেলা হয়নি। সবাই একত্রে হতে পারাটাও দারুণ রোমাঞ্চের। কারণ ছেলেরা বিভিন্ন মঞ্চে খেলে নিজেদের প্রস্তুত করেছে। কেউ আইপিএল খেলে এসেছে, কেউ ইনজুরি থেকে ফিরেছে আবার কেউ মৌসুম পূর্ব বিশ্রামে থেকে নিজ বাড়ি থেকে দলে ফিরেছে।’

অ্যারন ফিঞ্চ আরও বলেন, ‘তবে দলগতভাবে তারা বেশ ভালোই করেছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি আমাদের প্রস্তুতিতে বেশ ভালো কাজে দিয়েছে। এখানে আমরা নিজেদের ঝালিয়ে নিতে পেরেছি, একত্রে খেলতে পেরেছি। এটি সত্যি দারুণ ব্যাপার।’

অনুশীলন ম্যাচ দুটি ব্যক্তিগত দক্ষতাকেও শানিত করেছে বলে মনে করেন ফিঞ্চ। অস্ট্রেলিয়া দলের ওয়েস্টইন্ডিজ সফরের পর তিনি হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন। বলেন, ‘এখন হাঁটুতে কোন সমস্যা হচ্ছে না। স্বস্তি বোধ করছি। আগের অবস্থা থেকেও বেশি ভালো বোধ করছি। সত্যিকার অর্থে প্রথম অনুশীলন ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।’

দল নিয়ে শেষ দিকে তিনি আরও বলেন, ‘আসলে এই মুহূর্তে সবাই বেশ ভালো আবয়বে আছে। যেভাবে আমরা দলবদ্ধ হয়েছি তা বলতে গেলে অসাধারণ। মাঠে নামার জন্য আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

বিশ্বকাপ সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচ সূচি

বিশ্বকাপ সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচ সূচি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভে নামিবিয়া

প্রাথমিক পর্ব শেষ, এবার বিশ্বকাপের মূল লড়াই

প্রাথমিক পর্ব শেষ, এবার বিশ্বকাপের মূল লড়াই