বিশ্বকাপ সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচ সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ২৩ অক্টোবর ২০২১
বিশ্বকাপ সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচ সূচি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে গ্রুপ ‘বি’-এ রানার্স আপ হয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড। গ্রুপ ‘বি’ রানার্স আপ হওয়ায় সুপার টুয়েলভে গ্রুপ-১ এ খেলবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং প্রাথমিক পর্বে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

প্রাথমিক পর্বের গ্রুপ ‘বি’ তে তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড এবং দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলাদেশ।

শনিবার (২৩ অক্টোবর) থেকে মাঠে গড়াবে সুপার টুয়েলভ। সুপার টুয়েলভে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে রোববার (২৪ অক্টোবর)।

সুপার টুয়েলভে বাংলাদেশের সবগুলো ম্যাচ আয়োজিত হবে বিকাল চারটায়। সুপার টুয়েলভে বাংলাদেশের দুইটি করে ম্যাচ আবুধাবি এবং শারজাহতে হবে। বাকি ম্যাচের ভেন্যু দুবাই।

রোববার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষে শ্রীলঙ্কা। পরের ম্যাচগুলোতে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড।

সুপার টুয়েলভে গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা দু’দলের মধ্যে থাকতে পারলে সেমিফাইনাল খেলার টিকিট পাবে বাংলাদেশ। ১০ ও ১১ নভেম্বর হবে বিশ্বকাপের দু’টি সেমিফাইনাল। ১৪ নভেম্বর হবে ফাইনাল।

সুপার টুয়েলভে বাংলাদেশের সূচি

২৪ অক্টোবর - বিপক্ষ শ্রীলঙ্কা, শারজাহ
২৭ অক্টোবর - প্রতিপক্ষ ইংল্যান্ড, আবুধাবি
২৯ অক্টোবর - প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, শারজাহ
২ নভেম্বর - প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, আবুধাবি
৪ নভেম্বর - প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দুবাই।

*সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়া-আফ্রিকাকেই পেল বাংলাদেশ

বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়া-আফ্রিকাকেই পেল বাংলাদেশ

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ

সাকিবকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট ভাগ্যবান : মাহমুদউল্লাহ

লিটনের ওপর বিশ্বাস হারাচ্ছেন না মাহমুদউল্লাহ

লিটনের ওপর বিশ্বাস হারাচ্ছেন না মাহমুদউল্লাহ

সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ

সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ