দারুণ লড়াইয়েও উইন্ডিজদের হার, পাকিস্তানের আরেকটি সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৫ ডিসেম্বর ২০২১
দারুণ লড়াইয়েও উইন্ডিজদের হার, পাকিস্তানের আরেকটি সিরিজ

সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাজিমাত করেছে টানা জয়ের রেকর্ড গড়া পাকিস্তান ক্রিকেট দল।১৭৩ রানের লক্ষ্য দিয়ে ১৬৩ রানে ক্যারিবিয়ানদের আটকে দিয়ে ৯ রানের জয় তুলে নিয়েছে বাবর আজমের দল। এ জয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে নিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রানের সংগ্রহ গড়ে। ১৭৩ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি গেলেও শেষ ওভারের শেষ বলে ১৬৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

জয়ের জন্য শেষ তিন ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৪২ রান, আর হাতে ছিল দুই উইকেট। দ্রুত রান তুলে ব্যবধান কমিয়ে আনেন শেফার্ড। তবে জীবন পেয়েও দলকে জয়ের বন্দনে নিয়ে যেতে পারেননি তিনি। জয়ের জন্য শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৩ রান।

শেষ ওভারে প্রথম বলে জীবন পেয়ে পরের তিন বলে ছক্কা-চারে শেষ দুই বলে সমীকরণ দাঁড়ায় ১১ রানে। তবে সেটি আর পারেননি শেফার্ড। নিজে ১৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকলেও অপর প্রান্তে আর কেউ অপরাজিত ছিলেন না। শেষ বলে ওশানে থমাস ফিরলে ১৬৩ রানে থেমে যায় ক্যারিবিয়দের ইনিংস।

শেফার্ড ১৯ বলে অপরাজিত ৩৫ রান ছাড়া ব্যাট হাতে ওপেনার ব্র্যান্ডোন কিং ৪৩ বলে ৬৩ এবং অধিনায়ক নিকোলাস পুরান ২৬ বলে ২৬ রান করেন। অন্যদিকে, বল হাতে শাহেন শাহ আফ্রিদি ‍৩টি উইকেটে শিকার করেন। এছাড়া মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াশিম এবং হারিস রউফ ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথমে ব্যাট করে মোহাম্মদ রিজওয়ান ৩০ বলে ৩৮, হায়দার আলি ৩৪ বলে ৩১, ইফতেখার আহমেদ ১৯ বলে ৩২ এবং শেষ দিকে শাদাব খান ১২ বলে অপরাজিত ২৮ রান করেন। ম্যাচ সেরা হয়েছে পাকিস্তানের শাদাব খান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবিয়ানদের বিশাল ব্যবধানে হারালো পাকিস্তান

ক্যারিবিয়ানদের বিশাল ব্যবধানে হারালো পাকিস্তান

৩৭ কোটি রুপিতে ‌‘ড্রপ-ইন পিচ’ বানাচ্ছে পাকিস্তান

৩৭ কোটি রুপিতে ‌‘ড্রপ-ইন পিচ’ বানাচ্ছে পাকিস্তান

ড্রাফট শেষে চূড়ান্ত হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

ড্রাফট শেষে চূড়ান্ত হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা