টান টান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৪ জানুয়ারি ২০২২
টান টান উত্তেজনার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হার

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যে এমন ম্যাচ সর্বশেষ দেখা গিয়েছিল ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। ক্রিকেট বিশ্ব দেখেছিল রোমাঞ্চে ঠাসা এক লড়াই। সেবার জয়টা ওয়েস্ট ইন্ডিজের হলেও এবারের জয়টা ইংল্যান্ডের। ১ রানের জয়ে সিরিজে ১-১ সমতায় এনেছে এইউন মরগ্যানের দল

রোববার (২৩ জানুয়ারি) রাতে ব্রিজটাউনের কিংস্টোন ওভালে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুই দল। ইংল্যান্ডের দেয়া ১৭২ রানে টার্গেট ছুঁতে গিয়ে শেষ ওভারে ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০। ওই ওভারের শেষ তিন বলে আখিল হোসেনের তিন ছক্কায় ২৯ রানের পরও ১ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

অবশ্য আরো আগেই হেরে যাওয়ার কথা ছিল কাইরন পোলার্ডদের। ইংল্যান্ডের ছু৬ড়ে দেয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯৮ রানেই তারা হারিয়ে বসেছিল ৮ উইকেট! প্রথম ছয় ব্যাটারের মধ্যে নিকোলাস পুরান (২৪) এবং ড্যারেন ব্র্যাভোই (২৩) যা একটু প্রতিরোধ গড়ে তুলতে পেরছিলেন।

বাকি ব্যাটাররা যোগ দিয়েছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষের দিকে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন রোমারিও শেফার্ড এবং আখিল হোসেন। অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ের দেড়গোড়ায় নিয়ে যান দলকে। ২৯ বলে গড়েন ৭২ রানের হার না মানা এক জুটি।

২৮ বলে এক চার ও ৫ ছক্কার মারে ৪৪ রানে অপরাজিত থাকেন রোমারিও। সমান সংখ্যক রান করতে আখিল হোসেন খেলেন মাত্র ১৬ বল। তার ইনিংসে ছিল ৩টি চারের সঙ্গে ৪টি বিশাল ছক্কার মার। এই দু’জনের লড়াকু জুটির পরও জয় অধরাই রয়ে যায় পোলার্ডদের।

ইংল্যান্ডের পক্ষে ৩টি উইকেট নেন স্পিনার মঈন আলি। ২টি উইকেট শিকার করেন আরেক স্পিনার আদিল রশিদ। এর আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের কচুকাটা করতে থেকেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও টম ব্যান্টন। ৩১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার জেসন রয়। ব্যান্টন করেন ১৮ বলে ২৫।

এরপর মঈন আলির ২৪ বলে ৩১ এবং ক্রিস জর্ডানের ১৫ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান তুলতে সক্ষম হয় ইংলিশরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন ফ্যাবিয়েন অ্যালেন এবং জেসন হোল্ডার। ব্যাটে বলে দারুণ পারফর্ম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন অলরাউন্ডার মঈন আলি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিলামের কারণে ভারত-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

আইপিএল নিলামের কারণে ভারত-উইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন

বাংলাদেশ ছেড়ে পিএসএল ও ইয়র্কশায়ারের দায়িত্বে গিবসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ব্রাভো