টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৫ মার্চ ২০২২
টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস

বন্দর নগরী চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমরা দাস। ওয়ানডে সিরিজের ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। ২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৭৩ রান।

ঢাকার মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৬০ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন লিটন। ওই ম্যাচে ৬১ রানে জিতেছিল বাংলাদেশ। যদিও বল হাতে দুর্দান্ত খেলায় ম্যাচ সেরার পুরস্কার কেড়ে নিয়েছিলেন টাইগার বোলার নাসুম আহমেদ।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি (৬০) করলেও দ্বিতীয় ম্যাচে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস। ওয়ান ডাউনে ব্যাট হাতে নেমে ১০ বল খেলে ১ চারে মাত্র ১৩ রান করেন তিনি। তবে প্রথম ও দ্বিতীয় ম্যাচ মিলে ৭৩ রান করা লিটন দাসই সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন।

দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই। আফগানিস্তানের এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৫৯ রানে ইনিংস। ৪৫ বল খেলে ৩টি চার ও ৫টি ছক্কায় এ রান করেন তিনি। তবে প্রথম ম্যাচে ৬ রান জাজাইয়ে ২ ম্যাচে মোট রান ৬৫।

সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও আফগানিস্তানের। সিরিজে মাত্র এক ম্যাচ খেলে ৪৭ রান করেছেন উসমান গনি। এই ৪৭ রানই সিরিজের তৃতীয় সর্বোচ্চ। চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ রান আফিফ হোসেন ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

আফিফ ৩২ এবং এ সিরিজ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই হাজার রানের ক্লাবে যুক্ত হওয়া মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ৩১ রান। সিরিজে অভিজ্ঞ মুশফিকুর রহিম এক ম্যাচ খেললেও দুই ম্যাচেই খেলা সাকিব আল হাসান ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সেরা ছন্দে লিটন

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সেরা ছন্দে লিটন

লিটন-মুশফিককে অভিনন্দন, জয়কে পুরস্কার দিতে চান শেখ হাসিনা

লিটন-মুশফিককে অভিনন্দন, জয়কে পুরস্কার দিতে চান শেখ হাসিনা

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে লিটন, অবনতি মুশফিক-মিরাজের

অর্ধশত ম্যাচের আগেই লিটনের পঞ্চম শতক

অর্ধশত ম্যাচের আগেই লিটনের পঞ্চম শতক