২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল, সরাসরি খেলবে ১২ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ পিএম, ১১ এপ্রিল ২০২২
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল, সরাসরি খেলবে ১২ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই আসরকে সামনে রেখে অংশগ্রহণ করা দলের সংখ্যা ও নিয়ম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুবাইতে আইসিসির বোর্ড সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার (১০ এপ্রিল) দুবাইয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় আইসিসি জানিয়েছে, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে মোট ২০ দল। সরাসরি জায়গা পাবে ১২ দল। এই আসরের বাছাই প্রক্রিয়ার নিয়মকানুনও চূড়ান্ত করে ফেলেছে আইসিসি।

বোর্ড সভায় আরও জানানো হয়, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৪ সালের আসরে। আট দলের সাথে স্বাগতিক হিসেবে যোগ দিবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

এই দশ দলের পাশাপাশি ২০২২ সালের ১৪ নভেম্বরের টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের উপর ভিত্তি করে বাকি দুটি দল নবম আসরে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জন করবে। মোট ১২ দল সরাসরি খেলবে মূল পর্বে।

বিশ দলের মধ্যে বাকি আট দলকে জায়গা করে নিতে হবে আঞ্চলিক বাছাই পর্ব খেলে। আফ্রিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশের প্রতিটি থেকে বাছাইপর্ব পেরিয়ে দুটি করে দল জায়গা করে নিবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে।

এছাড়াও আমেরিকা ও ইস্ট এশিয়া প‍্যাসিফিক অঞ্চল থেকে একটি করে দল বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাবে।। বর্তমানের নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। এর মধ্যে মূল পর্বে সরাসরি জায়গা করে নিচ্ছে আটটি দল। বাকি আট দল থেকে আসে প্রাথমিক পর্ব পেরিয়ে।

এরপর মূল পর্বে আট দল থেকে খেলার যোগ্যতা অর্জন করবে দুই দল। মোট ১০টি দল খেলে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মূল পর্বে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাকডোনাল্ডের প্রশংসায় পঞ্চমুখ অ্যারন ফিঞ্চ

ম্যাকডোনাল্ডের প্রশংসায় পঞ্চমুখ অ্যারন ফিঞ্চ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইচ্ছুক ইমরান তাহির

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইচ্ছুক ইমরান তাহির

সেরা হতে ভারতের বিপক্ষে পারফরম্যান্সকেই এগিয়ে রাখছেন শাহীন আফ্রিদি

সেরা হতে ভারতের বিপক্ষে পারফরম্যান্সকেই এগিয়ে রাখছেন শাহীন আফ্রিদি

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি

ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি