ওয়েডের বীরত্বে টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৯ জুন ২০২২
ওয়েডের বীরত্বে টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেসেখেলে জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও তার পুনরাবৃত্তিই হবে বলেই ধরে নেওয়া হচ্ছিল। সেটা না হলেও ঠিকই জয় তুলে নিয়েছে অজিরা। তবে ঘাম ঝরাতে হয়েছে বেশ। ম্যাথু ওয়েডের বীরত্বে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে তারা।

বুধবার (৮ জুন) শ্রীল্লঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ দিকে ওয়েডের বীরত্বে তিন উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে দলকে টেনে তুলেন চারিথ আসালঙ্কা। ও কুশাল মেন্ডিস। দু’জন মিলে তৃতীয় উইকেট জুটিতে ৫৫ বলে ৬৬ রানের জুটি গড়েন। দলের হয়ে ৩৩ বলে দুটি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৩৯ রান করে আসালঙ্কা আউট হলে ভাঙে এই জুটি।

এরপর এক কুশাল মেন্ডিস ছাড়া আর কেউই তেমন বলার মতো রান করতে পারেননি। নিয়মিত বিরপ্তিতে উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয় লঙ্কানরা। ৩৬ বলে দুই চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন কুশাল। এছাড়াও দাসুন শানাকা ১৪ ও ভানুকা রাজাপাকশে করেন ১৩ রান।

অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন দুই রিচার্ডসন। ঝাই রিচার্ডসন ২৬ রান খরচায় নেন তিন উইকেট। অন্যদিকে ৩০ রান খরচায় চারটি উইকেট ঝুলিতে পুরেছেন কেন রিচার্ডসন/ ১৮ রান খরচায় দুইটি উইকেট নেন স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

১২৫ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। এদের মধ্যে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার বাদে কেউ বলার মতো রান করতে পারেননি। ১৩ বলে ২৪ রান করেন ফিঞ্চ। ওয়ার্নার করেন ২১ রান।

এমন বিপদ থেকে দলকে উদ্ধার করেন ওয়েড। ওয়েডকে যোগ্য সঙ্গ দেন ঝাই। ২৬ বলে ২৬ রান করে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান ওয়েড। ২০ বলে ৯ রান করে অপরাজিত থাকেন ঝাই।। দলকে সিরিজ জেতানোয় ম্যাচসেরার পুরস্কারটাও গেছে ওয়েডের দখলে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ফিঞ্চ-ওয়ার্নারের জোড়া ফিফটি, শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

ফিঞ্চ-ওয়ার্নারের জোড়া ফিফটি, শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারালো অস্ট্রেলিয়া

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ

ক্রিকেট শ্রীলঙ্কায় আনন্দের উপলক্ষ্য হবে: ফিঞ্চ