শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের স্বস্তির জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১১ জুন ২০২২
শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্কানদের স্বস্তির জয়

অর্থনৈতিকভাবে সংকটাপন্ন অবস্থাতেই অস্ট্রেলিয়াকে নিজ দেশে আতিথ্য দিচ্ছে শ্রীলঙ্কা। সিরিজ জিতলে পারলে হয়তো লঙ্কানদের মুখে হাসি ফুটতো। সেই আশা পূর্ণ না হলেও সিরিজের শেষ ম্যাচ ৪ উইকেটে জিতে হোয়াইটওয়াশ হওয়া থেকে বেঁচেছে শ্রীলঙ্কা।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজি ব্যাটিং লাইন আপে ভয় ধরিয়ে দিলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো হয়নি। তবে শেষ ম্যাচে আর ভুল করেনি দাশুন শানাকা বাহিনী। সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে বেঁচেছে।

শনিবার (১১ জুন) পাল্লেকেলতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। দুইজন মিলে গড়েন ৪৩ রানের জুটি।

অধিনায়ক ফিঞ্চ ২৯ রানে ফিরলে খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। ১৬ রান করে হাসারাঙ্গার বলে ফেরেন। ম্যাক্সওয়েলের পর স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন ওয়ার্নার ও জশ ইংলিশ।

৮৫ রানে চার উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন স্টিভ স্মিথ ও মার্কাস স্টয়নিস। দুইজনের ৪৮ রানের জুটিতে ভালো ভিত্তি পায় অস্ট্রেলিয়া। শেষ দিকে স্টয়নিস ফিরলে ম্যাথু ওয়েডও ব্যাট হাতে তোলেন ঝড়। শেষ পর্যন্ত ১৭৬ রানে থামে অজিদের ইনিংস।

অজিদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান আসে ওয়ার্নারের ব্যাট থেকে। স্টয়নিস করেন ৩৯ রান। লঙ্কানদের হয়ে মহেশ থিকসানার শিকার ছিল ২ উইকেট।

sportsmail24

১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৫ রানের মাথায় ফেরেন ওপেনার দানুষ্কা গুণাথিলাকা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে ৯৫ রান যোগ হওয়ার আগেই ফেরেন লঙ্কান ব্যাটিং লাইন আপের পাঁচ ব্যাটার।

৯৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা লঙ্কানদের হাল ধরেন অধিনায়ক দাশুন শানাকা। ২৫ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংসে জয় এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক শানাকা আর ২৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। অজিদের পেসার জশ হ্যাজলেউড ২ উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সংকটাপন্ন অবস্থার মধ্যেও আয়োজিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগ

সংকটাপন্ন অবস্থার মধ্যেও আয়োজিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগ

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর