অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১০ জুন ২০২২
অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

২০২২ সালের জানুয়ারিতে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ভানুকা রাজাপক্ষে। এক সপ্তাহ না পেরোতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। অবসর ভেঙে ফেরার পর প্রথমবারে মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভানুকা রাজাপক্ষকে নিয়ে ২১ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল এসএলসি। সেই স্কোয়াড থেকে পাঁচজনকে বাদ দিয়ে মূল স্কোয়াড দিয়েছে।

স্কোয়াডে ফিরেছেন ভানুকা রাজাপক্ষ ও পাথুম নিশাঙ্কা। আইপিএলে দারুণ পারফর্ম করে ভানুকা রাজাপক্ষ নিজের জন্য জাতীয় দলের দরজা খুলেছেন। ইনজুরির কারণে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকা পাথুম নিশাঙ্কা ফিরেছেন চোট কাটিয়ে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শ্রীলঙ্কা দলে রয়েছে নতুন মুখ। সর্বশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করা দুনিথ ওয়ালেগে প্রথমবারের মতো লঙ্কান স্কোয়াডে ডাক পেয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দাশুন শানাকা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না কুশল পেরেরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রাথমিক সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুয়ান থুসারা, আশেন বান্দারা, জনিথ লিয়ানাগে, ধনঞ্জয়া লক্ষন ও শাহান আরাচ্ছি।

১০ দিনেই অবসর ভেঙে ফেরার ঘোষণা দিলেন ভানুকা রাজাপাকসে

চলতি বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল লঙ্কানরা।

শ্রীলঙ্কা স্কোয়াড
দাশুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দানুষ্কা গুণাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, ভানুকা রাজাপক্ষ, নিরোশান ডিকওয়েলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, নুয়ান থুসারা, রমেশ মেন্ডিস, মহেশ থিকসানা, প্রবীণ জয়াবিক্রমা, জেফরি ভ্যান্ডারসি, লাহিরু মাদুশঙ্কা, দুনিথ ওয়ালেগে, প্রমোদ মাদুশান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

শুরুর আগেই শেষ শন অ্যাবটের শ্রীলঙ্কা সফর

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিকের প্রতিদ্বন্দ্বী ম্যাথিউস-আসিথা

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিকের প্রতিদ্বন্দ্বী ম্যাথিউস-আসিথা

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা