বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ এএম, ০৪ জুলাই ২০২২
বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার ব্রেন্ডন কিং-এর পর রোভম্যান পাওয়েলের বিধ্বংসী ব্যাটিং ১৯৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৪ রান।

বৃষ্টিতে পরিত্যক্ত সিরিজের প্রথম ম্যাচের ন্যায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানালেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ গড়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে ওপেনার ব্রেন্ডন কিং ৪৩ বলে ৫৩ রানের ইনিংস খেলার পর ব্যাট হাতে টাইগার বোলারদের হতাশ করেন রোভম্যান পাওয়েল।

ব্যাট হাতে বিধ্বংসী ক্যারিবীয় এ ব্যাটার খেলেন ২৮ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস। তার এ ইনিংসে ২টি চারের মারের পাশাপাশি ছক্কার মার ছিল ৬টি। রোভম্যান পাওয়েলের ৬১ রানের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে প্রথম ৪ ওভারে দুই উইকেট নিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। তবে ওপেনার ব্র‍্যান্ডন কিংয়ের ফিফটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ব্রেন্ডন কিং এবং রোভম্যান পাওয়েলের ফিফটি ছাড়া ব্যাট হাতে ওপেনার কাইল মায়ার্স ১৭, নিকোলাস পুরান ৩৪ এবং ওডেন স্মিথ অপরাজিত ১১ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের ঝড়ো ইনিংস খেলার বিপরীতে বাংলাদেশের পক্ষে বল হাতে শরিফুল ইসলাম ২টি এবং একটি উইকেট শিকার করেন মাহাদী হাসান, সাকিব আল হাসান এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

অনেকে আনন্দ করছিলাম, অনেকে ভয় পাচ্ছিলো: মিরাজ

অনেকে আনন্দ করছিলাম, অনেকে ভয় পাচ্ছিলো: মিরাজ

মুনিম-নাসুম বাদ, একাদশে মোসাদ্দেক-তাসকিন

মুনিম-নাসুম বাদ, একাদশে মোসাদ্দেক-তাসকিন

ইমরুল-নাঈমের ব্যাটে এইচপিকে বড় ব্যবধানে হারালো বাংলা টাইগার্স

ইমরুল-নাঈমের ব্যাটে এইচপিকে বড় ব্যবধানে হারালো বাংলা টাইগার্স

বিজয়কে নিয়ে রোমাঞ্চিত ডোমিঙ্গো

বিজয়কে নিয়ে রোমাঞ্চিত ডোমিঙ্গো