জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ছিটকে গেছেন চাতারা-মুজারাবানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ২৮ জুলাই ২০২২
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ছিটকে গেছেন চাতারা-মুজারাবানি

দিন কয়েক আগেই জানা গিয়েছিল ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। সেই শঙ্কায় সত্যি হয়েছে। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই এই দুই পেসার। তাদের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন আরেক পেসার ভিক্টর নিউয়াচি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালীন ইনজুরিতে পড়েন টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। বেশ লম্বা সময়ের জন্য দলের বাইরে ছিটকে গেছেন এই দুই পেসার। অন্তত মাস দুয়েক মাঠের বাইরে থাকবেন তারা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ সিরিজের জন্য ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডের নেতৃত্ব দিবেন ক্রেইগ আরভিন। এছাড়াও মিডল অর্ডারের হাল ধরার জন্য আছেন সিকান্দার রাজা।

বিশ্বকাপ বাছাইপর্বে চাতারা ও মুজারাবানির পরিবর্তে জিম্বাবুয়ে স্কোয়াডে ডাক পেয়েছিলেন টনি মুনিওঙ্গা ও তিনাকা শিভাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন তারা।

আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস

শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি একই মাঠে অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট।

জিম্বাবুয়ে স্কোয়াড
রায়ান বার্ল, রেগিস চাকাবা, তানাকা শিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গে, ইনোসেন্ট কায়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রান্তিকালে নেই বাংলাদেশ ক্রিকেট: সুজন

ক্রান্তিকালে নেই বাংলাদেশ ক্রিকেট: সুজন

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন, থাকছে ইস্পাহানি

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন, থাকছে ইস্পাহানি

বাংলাদেশ সিরিজের আগে জিম্বাবুয়ে শিবিরে ইনজুরির হানা

বাংলাদেশ সিরিজের আগে জিম্বাবুয়ে শিবিরে ইনজুরির হানা

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান

সতীর্থদের অনুপ্রাণিত করে অধিনায়কত্ব পেলেন সোহান