সুপার ফোরে ভারতে বিপক্ষে খেলতে পারবেন না পাকিস্তানের শাহনেওয়াজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
সুপার ফোরে ভারতে বিপক্ষে খেলতে পারবেন না পাকিস্তানের শাহনেওয়াজ

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন পকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। এবার সুপার ফোরে ভারতের বিপেক্ষে মাঠে নামার আগে আরও একটি দুঃসংবাদ পেল দলটি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে পারছেন না দলের আরেক ফাস্ট বোলার শাহনেওয়াজ দাহানি।

শনিবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চলমান এশিয়া কাপে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের পর এবার সপার ফোরে রোববার (৪ সেপ্টেম্বর) আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই দল।

গ্রুপ পর্বে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে হারের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের সামনে সেটির প্রতিশোধ নেওয়ার দুর্দান্ত সুযোগ ছিল। তবে টুর্নামেন্ট শুরু আগে শাহিন শাহ আফ্রিদির ছিটকে যাওয়ার পর এবার নতুন করে আরও একটি ধাক্কা খেল পাকিস্তান।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৪ ওভার বল করে কোনো উইকেট শিকার করতে পারেননি। তবে নিজেদের পরের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২ ওভার বল করে ৭ রান দিয়ে তুলে নিয়েছিলেন একটি উইকেট। ওই ম্যাচেই ইনজুরিতে পরেন তিনি।

ভারতের কাছে পাকিস্তানের হেরে যাওয়ার পাঁচ কারণ

পিসিবি জানায়, সন্দেহজনক সাইড স্ট্রেনের কারণে ভারতের বিপক্ষে রোববার (৩ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে ম্যাচে শাহনেওয়াজ দাহানিকে পাওয়া যাবে না। শুক্রবার (১ সেপ্টেম্বর) শারজায় হংকংয়ের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় চোট পেয়েছেন তিনি।

আরও বলা হয়, যেকোনো সন্দেহভাজন পার্শ্ব স্ট্রেন ইনজুরির ক্ষেত্রে মেডিকেল টিম ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ রাখেন। শাহনেওয়াজকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া স্ক্যান করা হবে। যদি কোনো সদস্যা ধরা না পরে তাহলে টুর্নামেন্টের পরের ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

হংকংয়ের বিপক্ষে ১৫৫ রানের বড় জয় পাকিস্তানের

হংকংয়ের বিপক্ষে ১৫৫ রানের বড় জয় পাকিস্তানের

আইসিসির জরিমানার কবলে ভারত-পাকিস্তান

আইসিসির জরিমানার কবলে ভারত-পাকিস্তান

ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

ইনজুরি কাটাতে লন্ডনে যাচ্ছেন শাহিন আফ্রিদি

ইনজুরি কাটাতে লন্ডনে যাচ্ছেন শাহিন আফ্রিদি