আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
আফ্রিকাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ভারতীয় বোলারদের আগুন ঝড়া বোলিংয়ে স্রেফ উড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। দীপক চাহার-আর্শ্বদীপ সিংয়ের সুইংয়ে দীশেহারা আফ্রিকান ব্যাটাররা যতদ্রুত উইকেটে এসেছেন, তার চেয়ে দ্রুত ফিরে গেছেন। রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়া দলটিকে মাত্র ১০৬ রানে আটকে দিলো ভারত। এরপর মাত্র দুই উইকেট হারিয়েই সেটি টপকে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। 

থিরুভানাথাপুরামে বুধবার (২৮ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। বল হাতে পেয়েই যেন অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে উঠেপড়ে লেগেছিলেন ভারতের বোলাররা।

ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা। দুর্দান্ত ইনসুইঙ্গারে আফ্রিকান অধিনায়ক টেম্ভা বাভুমার উইকেট উপড়ে ফেলেন ভারতীয় পেসার দীপক চাহার। 

এরপরের ওভারেই শেষ আফ্রিকান ব্যাটিং লাইনআপ। এক ওভারে তিন উইকেট তুলে সফরকারীদের ব্যাটিং লাইনআপকে ধ্বংস্তুস্তপে পরিণত করেন বাঁহাতি ভারতীয় পেসার আর্শ্বদীপ সিং।

ওভারের দ্বিতীয় বলে অফ স্টাম্পের অনেক বাইরের বল টেনে বোল্ড হন আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। এরপর তিন বলের ব্যবধানে পঞ্চম বলে রাইলি রুশোকে উইকেটরক্ষক ঋষভ পান্থের ক্যাচ বানান আর্শ্বদীপ। পরের বলেই ডেবিড মিলারের উইকেট এলোমেলো করেন এই বাঁহাতি ভারতীয় পেসার। 

পরের ওভারেই এক রানের ব্যাবধানে ট্রিস্টান স্টাভসকে আর্শদ্বীপের ক্যাচ বানান দীপক চাহার। ৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয় আফ্রিকা। মাত্র ১৫ বলের ব্যবধানে পাঁচ উইকেট তুলে ম্যাচের ভাগ্য তখনই নির্ধারণ করে দিয়েছিলেন ভারতের বোলাররা।

এরপর এডেন মার্ক্রাম ও ওয়েন পারনেল মিলে চেষ্টা করেন বিপর্যয় সামাল দিতে। ৩৩ রানের জুটি গড়েন দু’জনে। দলীয় ৪২ রানে মার্ক্রামকে আউট করে এই জুটি ভাঙেন হার্শেল প্যাটেল। ফেরার আগে ২৫ রানের ইনিংস খেলেন মার্ক্রাম।

এরপর উইকেটে আসা স্পিনার কেশব মহারাজকে নিয়ে আরও ২৬ রানের জুটি গড়েন পারনেল। দলীয় ৫৮ রানে পারনেল ফিরে গেলেও শেষ পর্যন্ত লড়াই করেছেন মহারাজ। ১৯.১ ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে চড়েই ১০৭ রানের পুঁজি পায় আফ্রিকা।

স্বল্প রানের লক্ষ তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় ভারত। ২.২ ওভারে শূন্য রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও! ৯ বলে মাত্র তিন রান করেই ফিরে যান তিনি।

এরপর আর উইকেট হারায়নি ভারত। বাকি পথ সহজেই পার করেছেন ওপেনার কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। ৫৬ বলে ৫১ রানের ধৈর্য্যশীল ইনিংস এসেছে রাহুলের ব্যাট থেকে। অন্যদিকে স্বভাবজাত ভঙ্গিতে আফ্রিকান বোলারদের উপর ঝড় তুলে মাত্র ৩৩ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৫৫ রানে অপিরাজিত থাকেন সূর্য।

দু'জনের ৯৩ রানের জুটিতে ২০ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা টপকে যায় ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটিতে রোববার (২ অক্টোবর) মুখোমুখি হবে দুই দল।  

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

জেতা ম্যাচ হারছি কিভাবে, মাথায় ঢুকছিল না: পাপন

জেতা ম্যাচ হারছি কিভাবে, মাথায় ঢুকছিল না: পাপন

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

আবারও শীর্ষস্থান হারালেন সাকিব

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নেই শামি ও হুদা

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলে নেই শামি ও হুদা

স্লেজিং করায় জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দিলেন রাহানে

স্লেজিং করায় জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দিলেন রাহানে