বিশ্বকাপ ছাড়পত্রের দাড়প্রান্তে সালমারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১১ জুলাই ২০১৮
বিশ্বকাপ ছাড়পত্রের দাড়প্রান্তে সালমারা

লেগ-স্পিনার ফাহিমা খাতুনের হ্যাট্টিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপের লড়াইয়ে তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ মহিলা দল ৮ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ফাহিমা বোলিং তোপে ৩৯ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। প্রতিপক্ষে ব্যাটিং ইনিংসের ১৩তম ও নিজের তৃতীয় ওভারের শেষ তিন বলে উইকেট শিকার করে হ্যাট্টিক পূর্ণ করেন ফাহিমা। শেষ পর্যন্ত ৮ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া নাহিদা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৪০ রানের লক্ষ্য ৪১ বল ও ২ উইকেট খরচ করেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। দলের পক্ষে নিগার সুলতানা অপরাজিত ২১ ও সানজিদা ইসলাম ১৫ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা।

সেমির বাধা টপকে ফাইনালে উঠলেই আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে জয়ে শুরু বাংলাদেশের

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

পিছিয়ে যাচ্ছে বিপিএল, আসছে জিম্বাবুয়ে

পিছিয়ে যাচ্ছে বিপিএল, আসছে জিম্বাবুয়ে

ব্যর্থতার কারণ খুঁজছি না, এটা মিসটেক : তামিম

ব্যর্থতার কারণ খুঁজছি না, এটা মিসটেক : তামিম