টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৯ নভেম্বর ২০২২
টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে পাকিস্তান।

ঠিক যেন ১৯৯২ সালের চিত্র! এবারও সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। ঠিক যেন ৩০ বছর আগের চিত্র।

এদিকে, দু’দলই সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। আর পাকিস্তান খেলেছিল বাংলাদেশের বিপক্ষে।

দুই ম্যাচেই জয় পাওয়া দলদুটি এবার একই একাদশ নিয়ে মুখোমুখি হয়েছে।

নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

গুনাথিলাকা গেফতার, বিশ্বকাপে ‘অসদাচরণের’ তদন্ত করবে শ্রীলঙ্কা

পাকিস্তানের সামনে ৯২ বিশ্বকাপ অনুপ্রেরণা

পাকিস্তানের সামনে ৯২ বিশ্বকাপ অনুপ্রেরণা

ভারত-পাকিস্তান ফাইনাল চান ডি ভিলিয়ার্স

ভারত-পাকিস্তান ফাইনাল চান ডি ভিলিয়ার্স

এবারের শিক্ষা পরের বিশ্বকাপে কাজে দেবে: শান্ত

এবারের শিক্ষা পরের বিশ্বকাপে কাজে দেবে: শান্ত