আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজ

বাংলাদেশের হোম সেশনে ভারত ও ইংল্যান্ডের পর আসছে আয়ারল্যান্ড। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ এবং একটি টেস্ট খেলবে তারা। ওয়ানডে ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একমাত্র টেস্টটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আয়ারল্যান্ডের আসার আগেই বাংলাদেশে আসবে ইংল্যান্ড। তাদের বিপক্ষে সিরিজ শেষ হবে ১৪ মার্চ। তার দু’দিন আগে আসবে আইরিশরা। ১৫ মার্চ তারা একটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সোমবার আয়ারল্যান্ড সিরিজের সূচি নিশ্চিত করেছে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, “ভারত ও ইংল্যান্ডের পর ঘরোয়া মৌসুমে আরেকটি রোমাঞ্চকর সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড।”

সিলেটে প্রথম ওয়ানডে ১৮ মার্চ। পরের দুই ম্যাচ ২০ ও ২৩ মার্চ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় এই সিরিজ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। একমাত্র টেস্টটি মিরপুরে শুরু হবে ৪ এপ্রিল।

এ নিয়ে দ্বিতীয়বার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। এরআগে ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে সবগুলোতে হেরেছিল সফরকারীরা।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের লক্ষ্য নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা গেল মেয়েরা

জয়ের লক্ষ্য নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা গেল মেয়েরা

আয়ারল্যান্ড থাকলেও আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশ

আয়ারল্যান্ড থাকলেও আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে ভিক্টর নিয়াচিকে জরিমানা

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে ভিক্টর নিয়াচিকে জরিমানা

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম জয়