টেনিসের সানিয়া এখন ক্রিকেটে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
টেনিসের সানিয়া এখন ক্রিকেটে

টেনিস ক্যারিয়ারে একেবারেই শেষদিকে চলে এসেছেন সানিয়া মির্জা। তবে খেলা থেকে সরছেন না ভারতের এই গ্লামার গার্ল। এই টেনিস খেলোয়াড় যোগ দিতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি)।

গত মাসে অস্ট্র্রেলিয়ান ওপেনে খেলে গ্র্যান্ড স্ল্যাম থেকে অবসর নিয়েছেন সানিয়া। এবার ফাইনালে উঠেও মিশ্র দ্বৈতে জিততে পারেননি সানিয়ারা। তবে ক্যারিয়ারের শেষ সময়েও তার ঝলক দেখে অনেকেই অনুপ্রেনীত হয়েছেন। আরসিবির মহিলা দলের ক্রিকেট পরামর্শদাতা হিসাবে কাজ করবেন তিনি।

সুযোগ পেয়ে দারুন খুশি সানিয়া। তিনি বলেন, “প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। এখনও বেশ উত্তেজিত। ছোট মেয়েদের অনেক কিছু বোঝানোর রয়েছে। তাদের জানাতে হবে যে পেশা হিসাবে অবশ্যই খেলাধুলাকে বাছাই করা যায়। নতুন প্রজন্মকে নিজেদের উপর বিশ্বাস রাখতে শেখাবো।তাদের বোঝাবো সামনে যত বাধাই আসুক না কেন, তা পেরিয়ে নিজের স্বপ্ন পূরণ করা যায়।”

উপমহাদেশে মেয়েদের খেলাধুলায় আসাটা অনেক চ্যালেঞ্জিং।এছাড়া পারিপার্শ্বিকতারও ব্যাপার থাকে। শুরুতেই তারা মানসিকভাবে অনেক নেতিবাচক বিষয়ের মুখোমুখি হয়।

সানিয়া বলেন, “দীর্ঘদিন টেনিস খেলার পর অনেক অভিজ্ঞতা হয়েছে। ছোট মেয়েদের সঙ্গে সবার আগে মানসিক ব্যাপারে কথা বলবো। তাদের অবশ্যই মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারবো।অভিজ্ঞতা দিয়ে ওদের আত্মবিশ্বাস তৈরি করতে পারবো। একা মেয়ে হিসাবে এত দিন ধরে সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলতে গিয়ে একাকীত্ব তৈরি হয়েছে। তার থেকেও বেশি ছিল প্রত্যাশার চাপ। সেই ব্যাপারগুলো কী ভাবে সামলাতে হয় সেটা শেখাতে চাই।”

মেয়েদের আইপিএলে এবার বাংলাদেশের কোনো ক্রিকেটার সুযোগ পায়নি। ব্যাঙ্গালোর সর্বোচ্চ অর্থ দিয়ে দলে নিয়েছে স্মৃতি মন্ধানাকে। এছাড়া এলিসে পেরি, মেগান শুট, সোফি ডিভাইন, রিচা ঘোষ, ডেন ফান নিয়েকার্কের মতো ক্রিকেটারকে নিয়েছে তারা।

সানিয়াকে দলে নিয়ে তারা আরও তারকা বাড়ালো।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

আইপিএল নিলাম একজন খেলোয়াড়কে সংজ্ঞায়িত করে না : জ্যোতি

মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

মেয়েদের আইপিএলে দল পেলেন না জাহানারা-সালমারা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

দুই হারে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

ইনজুরিতে ভেস্তে গেল সানিয়ার অবসর পরিকল্পনা

ইনজুরিতে ভেস্তে গেল সানিয়ার অবসর পরিকল্পনা