শ্রীলঙ্কা বধের পর টাইগারদের সামনে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১০ জুন ২০২৪
শ্রীলঙ্কা বধের পর টাইগারদের সামনে দক্ষিণ আফ্রিকা

শ্রীলঙ্কা ক্রিকেট দলকে হারিয়ে দারুণভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এখন টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত সাড়ে ৮টা শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে রোমাঞ্চর জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জয় নিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলেও ব্যাটিং নিয়ে উদ্বেগ আছে টাইগার শিবিরে। তবে প্রথম ম্যাচ থেকে পাওয়া পূর্ণ দুই পয়েন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে নাজমুল শান্তদের।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট ম্যাচ খেলে কোন জয় নেই বাংলাদেশের। তবে এবার হারের বৃত্ত ভাঙতে আত্মবিশ্বাসী টাইগাররা। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এমনটা জানিয়েছেন।

গ্রুপ পর্বে ইতোমধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে মন্থর উইকেটের কারণে দুই ম্যাচেই জয় পেতে বেগ পেতে হয়েছে প্রোটিয়াদের। ইতিমধ্যেই নিউইয়র্কের উইকেট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সর্বশেষ ভারত ও পাকিস্তানের ম্যাচেও স্লো উইকেট ছিল।
sportsmail24বোলিং অনুশীলনে ফিরেছেন শরিফুল ইসলাম, ছবি: বিসিবি

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন ভারত-পাকিস্তান ম্যাচ থেকে উইকেটে ধারণা পাওয়া যায়। যা ইতিমধ্যে পেয়ে গেছে টাইগাররা। তবে টাইগার ক্যাপ্টেনের বিশ্বাস, “উইকেট যেমনই হোক না কেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমরা যে কোন দলকে হারাতে পারি বলেই আমি বিশ্বাস কাির।”

এদিকে, টপঅর্ডার ব্যাটাররা রানের খরায় থাকলেও দলের সবাই ফিট থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশ ধরে রাখতে পারে বাংলাদেশ। যদিও এর মাঝে খুশির সংবাদ হলো, আঙুলে আঘাত পাওয়া শরিফুল ইসলাম ইতিমধ্যে বোলিং অনুশীলনে ফিরেছেন।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ : আফিফ হোসেন, হাসান মাহমুদ।



শেয়ার করুন :