ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৩ নভেম্বর ২০১৮
ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

এবারও পারলো না ভারত। সেই ইংল্যান্ডের কাছেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ভারতের মেয়েদের। বদলা নেয়া সুযোগ থাকলেও উল্টো ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করলো ভারত।

জিতলেই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখত ভারতীয় মেয়েরা। তবে সেটা আর হয়নি। ১৭ বল হাতে রেখেই ৮ উইকেটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আর এ জয়ে ইংল্যান্ড তাদের ফাইনালের খেলা নিশ্চিত করেছে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করতে পারে ভারত।দুই ওপেনার তানিয়া ভাটিয়া ও স্মৃতি মন্ধনা ১১ ও ৩৪ রান করে ফিৱে যান প্যাভেলিয়নে।

দুই ওপেনারের পর আর কেউ ব্যাটিংয়ের হাল ধরতে পারেননি। স্মৃতির ৩৪ রানই ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ। এর পর জেমিমা রডরিগেজ ২৬, হরমনপ্রীত কাউর ১৬ রান করেন। এছাড়া কৃষ্ণমূর্তি ২, দীপ্তি শর্মা ৭, পাটিল ০, রাধা যাদব ৪, রেড্ডি ৬ রানে আউট হন।

১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা কষ্ট পেতে হয়নি ইংল্যান্ডের। ১৭.১ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ডের মেয়েরা। ১৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ড জয় পেলেও ব্যাট করতে নেমে দুই ওপেনার শুরুটা ভালো করতে পারেননি। ফলে আশার আলো দেখে ভারত। ওয়াট ও বেনমাউন্ট ৮ ও ১ রানে ফিরে যান। তবে প্রথমে দুই ওপেনারকে ফিরিয়ে দেওয়ার সুযোগ আর কাজে লাগাতে পারেনি ভারত।

তিন ও চার নম্বরে ব্যাট করতে নামা জোনস ও শিভার শেষ কাজটি করে দেন। দু’জনেই হাফ সেঞ্চুরি করেন। জোনসের ৪৭ বলে ৫৩ ও শিভারের ৩৮ বলে ৫২ রানের দৌলতে ১১৬ রান করে ইংল্যান্ড।

নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৭১ রানে হারিয়ে ফাইনালে ওঠেছে অস্ট্রেলিয়া। এখন ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি করতে ইংল্যান্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুতেই ধাক্কা খেল বিরাটের ভারত

শুরুতেই ধাক্কা খেল বিরাটের ভারত

‘দুর্বল’ অস্ট্রেলিয়াকেও বিশ্বমানের মানছেন কোহলি

‘দুর্বল’ অস্ট্রেলিয়াকেও বিশ্বমানের মানছেন কোহলি

ক্ষতিপূরণ মামলায় ভারতের কাছে পাকিস্তানের হার

ক্ষতিপূরণ মামলায় ভারতের কাছে পাকিস্তানের হার

ক্যারিয়ারের সেরা র‍্যাংকিংয়ে মুশফিক

ক্যারিয়ারের সেরা র‍্যাংকিংয়ে মুশফিক