শুভাগত-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে শাইনপুকুর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
শুভাগত-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে শাইনপুকুর জয়

ফাইল ছবি

প্রিমিয়ার টি-২০ ক্রিকেট লিগ শুভাগত-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো। সোমবার ফতুল্লার খান সাহেব উসমান স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে পাঁচ উইকেটে হারায় শাইনপুকুর ।

ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। ফলে ২০ ওভারের ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ ১৩ ওভারে ৫ উইকেটে ১১৫ রান তুলেছিল। শাহরিয়ার নাফীস দারুণ খেলেছেন। শাইনপুকুরের বোলারদের নাকাল করে ছেড়েছিলেন তিনি। ২৪ বলে ৪৬ রান করে তিনি শেষ অবধি অপরাজিত থাকেন।

নাফীস এক প্রান্ত আগলে রাখলেও পর প্রান্তে ছিল আসা যাওয়ার খেলা। শুরুতে মোহাম্মদ নাঈমের ১৯ বলে ১৯ রান যথেষ্ট ছিল না। তবে শেষ দিকে অভিজ্ঞ নাঈম ইসলাম মাত্র ৪ বলে ১৫ রান করে দলের সংগ্রহ ১১৫-তে নিয়ে যান। নাফীসের ইনিংসে ছিল ২টি চার আর ৪টি ছক্কার মার। নাঈম ইসলাম মেরেছেন ১টি চার ও এক ছয়। শাইনপুকুরের সুজন হাওলাদার আর সোহরাওয়ার্দী শুভ দুজনেই ২টি করে উইকেট নিয়েছেন। হামিদুল ইসলাম নিয়েছেন ১ উইকেট।

১৩ ওভারে ১১৬ রান খুব কঠিন কিছু ছিল না। আবার সহজও ছিল না। শাইনপুকুরের ব্যাটসম্যানরা অবশ্য ব্যাপারটা একটু কঠিনই করে ফেলেছিলেন। সাব্বির হোসেন, সোহরাওয়ার্দী শুভরা ব্যাটিং খুব খারাপ করেননি। কিন্তু তাদের সে ব্যাটিং জয়ের জন্য যথেষ্ট ছিল না। সাব্বির ২৫ বলে ৩২ আর সোহরাওয়ার্দী ১৪ বলে ১৬ রান করেন। তবে শুভাগত হোম ব্যাট হাতে নেমে মোটামুটি একটা তাণ্ডব চালিয়েই দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। মাত্র ১০ বলে ২টি চার ও তিন ছক্কায় ৩২ করেন তিনি। শেষ দিকে দেলওয়ার হোসেন ২ বলে ১০ করে ৩ বল অব্যবহৃত রেখেই দলকে নিয়ে যান জয়ের দিকে।

রূপগঞ্জের মোহাম্মদ শহীদ, আসিফ হাসান, নাবিল সামাদ ও মুকতার আলী নিয়েছেন একটি করে উইকেট।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের পঞ্চাশ ওভারের মূল আসরের স্পন্সর ওয়ালটন টি-২০ টুর্নামেন্টেরও স্পন্সর হিসেবে থাকছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দুই ভেন্যুতে শুরু হওয়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না