সিপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯
সিপিএল খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব

ফাইল ছবি

ক্যারিবিয় প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ অল রাউন্ডার সাকিব আল হাসানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের প্রয়োজনে দেশের হয়ে খেলার নিশ্চিয়তা সাপেক্ষে সাকিবকে এ ছাড়পত্র দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ক্রিকেট অপারেন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের সেরা তারকাকে আসন্ন ভারত সফরের অনুশীলন ক্যাম্পে অংশগ্রহণের শর্তে ক্যারিবীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ।

আকরাম খান সাংবাদিকদের বলেন, সিপিএলে অংশগ্রহণের জন্য আমরা সাকিবকে ছাড়পত্র দিয়েছি। তবে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে যোগ দেয়ার শর্তেই তাকে এ ছাড়পত্র দেওয়া হয়েছে। তার প্রত্যাবর্তনের তারিখ আমরা এখনো চূড়ান্ত করিনি। অনুশীলনের সূচি চূড়ান্ত করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ফাইনালের ম্যাচ শেষে বুধবারই (২৫ মেপ্টেম্বর) দেশ ছাড়ার কথা রয়েছে সাকিবের। সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন সাকিব।

ইনজুরির কারণে সিপিএলের গত আসরে খেলতে পারেননি ৩২ বছর বয়সী এ অলরাউন্ডার ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তার পরিবর্তে সেখানে অংশ নেন স্টিভ স্মিথ।

২০১৩ সালে শুরু হওয়া ওই টুর্নামেন্টে সাকিবের সেরা বোলিং নৈপুণ্য হচ্ছে ৪-১-৬-৬। যেটি ক্রিকেটের এ ফরম্যাটের বিশ্বের তৃতীয় সেরা বোলিং ফিগার।

এদিকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের আগ্রহ সত্ত্বেও সিপিএলে খেলার জন্য আফিফ হোসেনকে অনুমতি দেয়নি বোর্ড। কারণ হিসেবে বলা হয়েছে, চলমান ত্রিদেশীয় টি-২০ সিরিজ শেষে তাকে আরও ভালোভাবে গড়ে তোলা এবং শ্রীলঙ্কার বিপক্ষে হাইপারফর্মেন্স ইউনিটের অন্তর্ভুক্ত করা হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে অধিনায়ক হতে পারেন সাকিব

আইপিএলে অধিনায়ক হতে পারেন সাকিব

ভারতের উদাহরণ টেনে রোটেশন পদ্ধতির পক্ষে সাকিব

ভারতের উদাহরণ টেনে রোটেশন পদ্ধতির পক্ষে সাকিব

অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

তামিমকে সরিয়ে শীর্ষে সাকিব

তামিমকে সরিয়ে শীর্ষে সাকিব