ঢাকায় এশিয়া একাদশের হয়ে খেলবে ভারতের চার ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০
ঢাকায় এশিয়া একাদশের হয়ে খেলবে ভারতের চার ক্রিকেটার

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। রয়েছে ক্রীড়া জগতেও নানা আয়োজন। এ উপলক্ষে মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ মার্চ।

বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই দুই ম্যাচের জন্য বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার চেয়েছি বিসিবি। যার মধ্যে অন্যতম ছিলেন অধিনায়ক বিরাট কোহলির নাম।

এদিকে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া তাদের অনলাইন ভার্সনের এ প্রতিবেদনে জানিয়েছে, এশিয়া একাদশের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলিসহ চারজনের নাম পাঠিয়েছে বিসিবির কাছে। বিরাট কোহলি ছাড়া বাকি তিনজন হলেন- শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

প্রতিবেদনটিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বিসিবির কাছে এশিয়া একাদশের জন্য চারজনের নাম পাঠিয়েছে। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামী ও কুলদীপ যাদব এশিয়া একাদশের হয়ে ভারতকে প্রতিনিধিত্ব করবে।

এদিকে ভারতীয় ক্রিকেটাররা এশিয়া একাদশের হয়ে অংশ নিলেও থাকছে না পাকিস্তানের কোন ক্রিকেটার। কারণ, এ সময়ে ঘরের মাঠে ঘরোয়া লিগ পিএসএলে ব্যস্ত থাকবে পাকিস্তানের ক্রিকেটাররা।

এছাড়া সম্প্রতি পাকিস্তানের কোন ক্রিকেটার এশিয়া একাদশের হয়ে বাংলাদেশের খেলতে আসলে ভারতের কোন ক্রিকেটার খেলবে না বলেও সংবাদ প্রকাশ করেছিল ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভি। যদিও এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছর তিন ফরম্যাটেই থাকছেন কোহলি

তিন বছর তিন ফরম্যাটেই থাকছেন কোহলি

নতুন ইভেন্ট আয়োজনের পরিকল্পনায় আইসিসি

নতুন ইভেন্ট আয়োজনের পরিকল্পনায় আইসিসি

সারাবিশ্বে যে খবর ছড়িয়ে দিতে চান সাঙ্গাকারা

সারাবিশ্বে যে খবর ছড়িয়ে দিতে চান সাঙ্গাকারা

পঞ্চম শিরোপা চায় স্বাগতিক অস্ট্রেলিয়া

পঞ্চম শিরোপা চায় স্বাগতিক অস্ট্রেলিয়া