নারী বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ পিএম, ০৫ মার্চ ২০২০
নারী বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া

ছবি : আইসিসি

বৃষ্টির কারণে নারী বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ মাঠেই গড়াতে পারেনি। ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে ইংল্যান্ডের কপাল পুড়ে ফাইনালে পা রেখেছে ভারত। এবার সেই বৃষ্টি আইনে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে ফাইনালে পা রাখলো স্বাগতিক অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (৫ মার্চ) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় ১৩ ওভারে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯২ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জয় থেকে মাত্র ৬ রান দূরে থেমে যাওয়ায় ফাইনালে পা রাখা হয়নি দক্ষিণ আফ্রিকারর মেয়েদের। বিপরীতে মাত্র ৫ রানের জয় তুলে ফাইনালে উঠে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ফাইনালে এখন ভারতীয় নারীদের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। কারণ, এর আগে বৃষ্টির কারণে প্রথম সেমিফাইনাল না খেলেও ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল বৃষ্টির কারণে মাঠে গড়াতে না পারায় ইংল্যান্ডের চেয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে ফাইনালে উঠে ভারত।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে থাকা ভারত সবকয়টি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। অপরদিকে ‘বি’ গ্রুপে থাকা ইংল্যান্ডের চার ম্যাচে ৩ জয়ে মোট পয়েন্ট ছিল ৬।

রোববার (৮ মার্চ) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামবে প্রথমারের মতো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।


শেয়ার করুন :


আরও পড়ুন

সেমিফাইনাল না খেলেও ফাইনালে ভারতের মেয়েরা

সেমিফাইনাল না খেলেও ফাইনালে ভারতের মেয়েরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে চার দল

বিশ্বকাপ  থেকে ছিটকে গেলেন পেরি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেরি

চার বিশ্বকাপের তিনটিতেই বাংলাদেশের প্রাপ্তি শূন্য

চার বিশ্বকাপের তিনটিতেই বাংলাদেশের প্রাপ্তি শূন্য