আইসিসির একাদশে নেই কোন বাংলাদেশি মেয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ০৯ মার্চ ২০২০
আইসিসির একাদশে নেই কোন বাংলাদেশি মেয়ে

আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০ ফাইনালে ভারতীয় মেয়েদের ৮৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার মেয়েরা। এ নিয়ে পঞ্চমবারের মত শিরোপা জিতলো অস্ট্রেলিয়া।

ফাইনাল শেষ হওয়ার একদিন পরেই পুরো টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করলো আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা (আইসিসি)। ঘোষিত একাদশে দাপট দেখিয়েছে অজি মেয়েরা। সর্বোচ্চ ৫ জন জায়গা পেয়েছে অস্ট্রেলিয়ার, ৪ জন ইংল্যান্ডের , ১ জন করে ভারতের ও দক্ষিণ আফ্রিকার আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ভারতের শেফালি ভার্মা।

গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েরা জয় লাভ করেনি কোন ম্যাচেই। আর সেভাবে কেউ পারফর্ম করতে না পারায় আইসিসির ঘোষিত একাদশে জায়গা হয়নি কোন বাংলাদেশির। ওপেনিংয়ে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও বেথ মুনি। তিন নম্বর ও চার নম্বরে আছেন যথাক্রমে নাট স্কিভার ও হেইথার নাইট।

পাঁচে আছেন অধিনায়ক মেগ ল্যানিং আর ছয়ে লাউরা উলভার্ড। স্পিনার হিসেবে আছে জেস জোনাসেন ও পূণম যাদব। আর বাকিরা হলেন সোফিয়ে একেলস্টোন, অ্যানিয়া শ্রবসোল, মেগান স্কট, পূণম যাদব, শেফালি ভার্মা (দ্বাদশ ক্রিকেটার)।

আইসিসির নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ:

অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), বেথ মুনি, নাট স্কিভার, হেইথার নাইট, মেগ ল্যানিং (অধিনায়ক), লাউরা উলভার্ড, জেস জোনাসেন, সোফিয়ে একেলস্টোন, অ্যানিয়া শ্রবসোল, মেগান স্কট, পূণম যাদব, শেফালি ভার্মা (দ্বাদশ ক্রিকেটার)


শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের দল গঠনের ভাবনা