নিজেদের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৯ মার্চ ২০২০
নিজেদের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

ছবি : বিসিবি

বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এ রেকর্ড গড়ার ক্ষেত্রে নিজেদের পুরনো রেকর্ডই ভেঙেছেন তারা।

সোমবার (৯ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে ৬২ বলে ৯২ রান করেন তামিম-লিটন। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান।

বাংলাদেশের পক্ষে উদ্বোধনী জুটিতে এর আগে সর্বোচ্চ রান তামিম-লিটনের দখলেই ছিল। ২০১৮ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী জুটিতে মাত্র ৩৫ বল খেলে ৭৪ রান করেছিলেন তামিম-লিটন।

ওই ম্যাচে তামিম ২৯ বলে ৪৭ ও লিটন ১৯ বলে ৪৩ রান করেছিলেন। ম্যাচে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২১৫ রানের টার্গেট ২ বল ও ৫ উইকেট বাকি রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। অবশ্য পরের দিকে ৩৫ বলে অপরাজিত ৭২ রান করেছিলেন মুশফিকুর রহিম।

এদিকে সোমবার নতুন রেকর্ড গড়া রানে ৩৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করে ফেরেন তামিম ইকবাল। ফলে লিটনের সাথে তামিমের বিধ্বংসী উদ্বোধনী জুটি ভাঙে। জিম্বাবুয়ের স্পিনার ওয়েসলি মাধভেরে ভাঙেন বাংলাদেশের উদ্বোধনী জুটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোন উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান অবিচ্ছিন্ন ১৩২। ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ওই স্কোর করেছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। এমন জুটির পরও ১৯৮ রানের টার্গেটে ১৮ রানে ম্যাচ হেরেছিল বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

কেন্দ্রীয় চুক্তিতে নতুন পাঁচজন, বাদ মাশরাফি

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

টাইগারদের নতুন অধিনায়ক তামিম ইকবাল

লিটন-সৌম্যর অর্ধশতকে বাংলাদেশের স্কোর দুইশ

লিটন-সৌম্যর অর্ধশতকে বাংলাদেশের স্কোর দুইশ

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের