অবশেষে স্থগিত হলো পিএসএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৭ মার্চ ২০২০
অবশেষে স্থগিত হলো পিএসএল

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই চলছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা। তবে শেষ পর্যন্ত ফ্রাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টও স্থগিত করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় পিসিবি ও পিএসএল ফ্র্যাঞ্চাইজি প্রধানদের মধ্যে এক বৈঠকের পর এইচবিএল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান পঞ্চম আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতবিার) থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের চলমান আসরে এখন পর্যন্ত ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি রয়েছে মাত্র দুটি সেমিফাইনালসহ ফাইনাল ম্যাচটি।

ধারণা করা হয়েছি, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়লেও পিএসএলের পুরো টুর্নামেন্ট শেষ করবে পিসিবি। তবে সেটি আর হলো না, তিন ম্যাচ বাকি থাকতেই অনির্দিষ্টকারের জন্য স্থগিত করতে হলো পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসর।

করোনাভাইরাসের ছড়িয়ে পড়ায় পাকিস্তানে পিএসএল আয়োজন করা হচ্ছিল দর্শকশূন্য স্টেডিয়ামে। এদিকে স্থগিত ঘোষণার আগেই পাকিস্তান ছেড়ে দেশে ফিরেছেন বিদেশি ক্রিকেটাররা। সূচিতেও আনা হয়েছিল পরিবর্তন।

নতুন সূচি অনুযায়ী আজ (মঙ্গলবার) লাহোরে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় দুপুর ৩টায় মুলতান সুলতান লড়তো পেশোয়ার জালমির বিপক্ষে এবং রাত ৮টায় করাচি কিংসের প্রতিপক্ষ ছিল লাহোর কালান্দার্স। এছাড়া টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হত বুধবার (১৮ মার্চ) লাহোরে।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের শেষ দফার সফর স্থগিত করেছে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় পিসিবি। একই সাথে দেশটিতে আসন্ন পাকিস্তান কাপও স্থগিত করেছে পাকিস্তান


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

দক্ষিণ আফ্রিকায় সবধরনের ক্রিকেট ম্যাচ স্থগিত

দেশের সকল খেলাধুলা বন্ধ ঘোষণা

দেশের সকল খেলাধুলা বন্ধ ঘোষণা

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ

করোনায় প্রাণ হারালেন স্পেনের তরুণ কোচ

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ

এবার স্থগিত হলো ঢাকা প্রিমিয়ার লিগ